যৌন ও স্ত্রীরোগ, চর্মরোগ, কিডনি রোগ, হেপাটাইটিস, লিভার ক্যান্সার, লিভার সিরোসিস, পাইলস, IBS, পুরাতন আমাশয়সহ সকল ক্রনিক রোগে হোমিও চিকিৎসা নিন। ডাঃ আবুল হাসান, পপুলার হোমিও হল, যাত্রাবাড়ী, ঢাকা। ফোন করুন:- ০১৭২৭-৩৮২৬৭১

সোমবার, ১১ আগস্ট, ২০১৪

য়ৌন অক্ষমতা ঠেকাতে সঠিক সময়ে কার্যকরী সাবধানতা !!

যৌন অক্ষমতা এমন একটি বিষয় যা সাধারনত বয়স্ক পুরুষদের মাঝেই বেশি পরিলক্ষিত হয়ে থাকে। এটা সাধারনত বয়ঃবৃদ্ধির সাথে সম্পর্কিত নয়। তাহলে কি করে এ সমস্যা থেকে মুক্ত থাকা যেতে পারে ? তা করতে হলে সঠিক সময়ে আপনাকে কিছু সিদ্ধান্ত নিয়ে জীবন যাবন করতে হবে। আসুন এবার বিস্তারিত দেখি।
আপনার খাদ্যাভ্যাস কি রকম:-
খাদ্যে প্রয়োজনীয় পরিমানে পুষ্টি না থাকলে বয়স বাড়ার সাথে সাথে পুরুষের লিঙ্গোত্থানের ক্ষমতা হ্রাস পেতে থাকে। গবেষনায় দেখা গেছে কম পুষ্টি গ্রহনের ফলে ধমনীতে রক্ত প্রবাহের বাধাপ্রাপ্তির কারনে পুরুষের হার্ট এ্যটাক পর্যন্ত হতে পারে। ফলমুল এবং শাকসব্জি বেশি খাওয়া তৈলযু্ক্ত এবং ফাষ্ট ফুড খাওয়া থেকে বিরত থাকলে শরীরের অন্য অঙ্গের মত পুরুষাঙ্গে পর্যপ্ত রক্ত সরবরাহ হবে যা লিঙ্গকে উত্তেজিত করার জন্য জরুরী (উল্লেখ্য – যৌন চিন্তা মনে আসলে পুরুষের লিঙ্গের শিরায় রক্ত প্রবাহিত হতে থাকে এবং লিঙ্গকে নিস্তেজ থেকে সুদৃঢ করে, যা লিঙ্গোত্থান নামে পরিচিত)।

এন্ড্রু ম্যাক-কুলাজি, ক্লিনিক্যাল প্রফেস্যার অব ইউরোলোজি এবং নিউ ইয়র্ক ইউনিভার্সিটি লেনগন মেডিক্যাল সেন্টারের ডিরেক্টর বলেছেন, “যা কিছুই হৃদপিন্ডের জন্য ক্ষতিকর তার সবগুলো পুরুষের লিঙ্গের জন্যও সমান ক্ষতিকর”।সাম্প্রতিক গবেষনায় দেখা গেছে যেসকল পুরুষের খাদ্যতালিকায় শাকসব্জি এবং ফলমুলের সাথে আঁশযুক্ত খাবার যেমন বাদাম, মাছ এবং জৈতুন তেল নিয়মিত রয়েছে তারা অন্যদের তুলনায় কম যৌন অক্ষমতা সমস্যায় ভোগেন।

ঝুকিপুর্ন শাররীক মিলন থেকে বিরত থাকুন:-
কিছু ক্ষেত্রে ঝুকিপুর্ন শাররীক মিলন সহ অন্য কোন কারনে লিঙ্গের ইনজুরি হলে তা থেকে যৌন অক্ষমতার সৃষ্টি হতে পারে। লিঙ্গের ইনজুরি থেকে নিরাপদ থাকতে হলে যৌনমিলন শুরুর আগে পর্যাপ্ত মিলন-পূর্ব-সিঙারে বেশি সময় দিন যেন নারী যোনী পিচ্ছিল হয়। অথবা কোন নারীর যদি রস নিঃস্বরনে অক্ষম থাকেন সে ক্ষেত্রে পার্সোন্যাল লুব্রিকেটর (মিলনকালে ব্যবহৃত তৈলাক্ত আঠালো ঔষধ) এ সমস্যা থেকে উত্তোরন পাওয়া যেতে পারে।

শরীরের স্বাভাবিক ওজন বজায় রাখা:-
অতিরিক্ত ওজনের ফলে নানান রকম শাররীক সমস্যার সাথে টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হবার ঝুকি থাকে, টাইপ-২ ডায়াবেটিস শরীরের বিভিন্ন স্নায়ু ধ্বংস করতে থাকে যায় প্রতিক্রিয়া পুরুষাঙ্গের নিস্তেজতা দেখা দেয়।

উচ্চ রক্তচাপ থেকে নিজেকে নিরাপদ রাখুন:-
হাই কোলেষ্টরেল অথবা উচ্চ রক্তচাপ রক্তপ্রবাহী শিরা ক্ষতিগ্রস্ত করে দিতে পারে, যে শিরা লিঙ্গের মধ্যে রক্ত সরবরাহ নালী হিসেবে ব্যবহৃত হতো। অবশেষে এটি পুরুষাঙ্গের নিস্তেজতায় ভুমিকা রাখে।

অতিরিক্ত মদ্যপান করা:-
অধিক মাত্রায় মদ জাতীয় পানীয় পান করায় কলিজায় রোগ সংক্রমন, স্নায়ু ধ্বংস হতে পারে যার ফলশ্রুতিতে লিঙ্গোত্থান সমস্যা দেখা দিতে পারে।

নিয়মিত ব্যয়াম করুন:-
গবেষনায় দেখা যায় – স্বাস্থ্যকর জীবনধারা পুরুষাঙ্গের নিস্তেজতা থেকে রক্ষা করতে সক্ষম। শরীরচর্চা যেমন: দৌড়, সাঁতার এবং অন্য শাররীক কসরত বয়স বৃদ্ধির সাথে সম্পর্কিত যৌন দুর্বলতা থেকে দূরে রাখে। তবে দয়া করে লক্ষ্য রাখবেন কোন ব্যয়ামে অন্ডকোষের নিচে এবং পায়ুপথ এবং অন্ডকোষের মাঝের স্থানে যেন চাপ না পড়ে। পরীক্ষায় প্রমানিত “সাইকেল/রিক্সা চালানো থেকে যৌন অক্ষমতার সম্ভাবনা প্রকট”!!! অল্প দুরত্বে সাইকেল চালানো হয়তো সমস্যা হবেনা। তবে বেশি দুরত্ব এবং সবসময় সাইকেল চালানোর সময় খেয়াল রাখবেন সিট যেন নরম/আরামদায়ক হয়; মাঝে মাঝে প্যডেলে চাপার সময় দাড়িয়ে প্যডেল চাপবেন।

এনাবলিক স্টিরয়েড সমুহ পরিহার করুন:-
সাধারনতঃ এ্যথলেট এবং বডিবিল্ডারগন পেশী বৃদ্ধি করার জন্য যে সব ঔষধ গ্রহন করেন তাতে স্টিরয়েড থাকে, যা শুক্রাশয় কে সংকুচিত করতে পারে এবং এই সংকোচনের ফলে টেস্টোটেরোন উৎপাদনের ক্ষমতা কমে যায়।

কিগ্যাল ব্যয়ামের উপর অতিরিক্ত ভরসা করবেন না:-
আমাদের পেইজের পুরাতন সদস্যরা যেনে থাকবেন কিগ্যাল ব্যয়াম কি? পিলভিক পেশীর সংকোচন এবং শিথিল করণ কিগ্যাল ব্যয়ামটি অতিরিক্ত করা অনেকের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করতে পারে। কিগ্যাল ব্যয়াম পুরুষ এবং নারীকে অসংযমী (unable to hold urine) সহয়তা করতে পারে। কিন্তু এখন পর্যন্ত এমন কোন প্রমান পাওয়া যায়নি যে কিগ্যাল ব্যয়ামের ফলে পুরুষের যৌনক্ষমতা (লিঙ্গত্থান) অক্ষুন্ন থাকে।

আপনার টেস্টোটেরোন স্তরের উপর আস্থা রাখুন:-
স্বাস্থ্যবান পুরুষের মাঝেও, টেস্টোটেরোন স্তর ঠিক ৫০ বছর বয়সে কমতে শুরু করে। ৪০ বছর বয়সের পর, পুরুষের টেস্টোটেরোন স্তর সাধারনত বাৎসরিক ১.৩% হারে কমতে থাকে। সতর্ক থাকুন – যৌনমিলনে অনীহা, শাররীক সামর্থ্য কমে যাওয়া অথবা সিদ্ধান্ত গ্রহনে সমস্য হয়তো টেস্টোটেরোন এর অভাবের কারনে হতে পারে।

যাবতীয় দুশ্চিন্তা নিয়ন্ত্রন করুন:-
মানসিক কারণগুলি এর কারনে দুশ্চিন্তা হরমোনে বৃক্করস স্তর বাড়িয়ে দেয়, যা রক্তের শিরা কে সংকুচিত করে। এটি যৌন উত্তেজনার জন্য খারাপ খবর। যাই হোক পুরুষ সম্পর্ক উন্নয়নের মাধ্যমে এবং আবেগের বাঁধনে থেকে দুশ্চিন্তা নিয়ন্ত্রন করতে অনেকাংশে সক্ষম – যা তার যৌন জীবনে সুখ এনে দিতে পারে। 

ধুমপান পরিহার করুন:-
মদ পানের মত ধুমপানও রক্তেপ্রবাহী ধমনী ক্ষতিগ্রস্ত করে দেয় এবং ফলশ্রুতিতে লিঙ্গে রক্ত সঞ্চালন ব্যহত হয়। নিকোটিন সরাসরি ধমনীতে এ আঘাত করতে সক্ষম, যা লিঙ্গে রক্ত প্রবাহকে বাধাগ্রস্ত করতে পারে। তাই সঠিক সময়ে এবিষয় গুলি সম্পর্কে সাবধান হওয়া জরুরি। 

য়ৌন অক্ষমতা ঠেকাতে সঠিক সময়ে কার্যকরী সাবধানতা !! ডাক্তার আবুল হাসান 5 of 5
যৌন অক্ষমতা এমন একটি বিষয় যা সাধারনত বয়স্ক পুরুষদের মাঝেই বেশি পরিলক্ষিত হয়ে থাকে। এটা সাধারনত বয়ঃবৃদ্ধির সাথে সম্পর্কিত নয়। তাহলে কি ক...

সকল আপডেট পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের সাথে।

ডাঃ হাসান (ডিএইচএমএস, পিডিটি - বিএইচএমসি, ঢাকা)

বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, ঢাকা

যৌন ও স্ত্রীরোগ, চর্মরোগ, কিডনি রোগ, হেপাটাইটিস, লিভার ক্যান্সার, লিভার সিরোসিস, পাইলস, IBS, পুরাতন আমাশয়সহ সকল ক্রনিক রোগে হোমিও চিকিৎসা নিন।

১০৬ দক্ষিন যাত্রাবাড়ী, শহীদ ফারুক রোড, ঢাকা ১২০৪, বাংলাদেশ
ফোন :- ০১৭২৭-৩৮২৬৭১ এবং ০১৯২২-৪৩৭৪৩৫
ইমেইল:adhunikhomeopathy@gmail.com
স্বাস্থ্য পরামর্শের জন্য যেকোন সময় নির্দিধায় এবং নিঃসংকোচে যোগাযোগ করুন।

পুরুষদের যৌন সমস্যার কার্যকর চিকিৎসা

  • শুক্রতারল্য এবং অকাল বা দ্রুত বীর্যপাত
  • প্রস্রাবের সাথে ধাতু ক্ষয়, প্রস্রাবে জ্বালাপোড়া
  • পায়খানার সময় কুন্থনে বীর্যপাত
  • পুরুষাঙ্গ দুর্বল বা নিস্তেজ এবং বিবাহভীতি
  • রতিশক্তির দুর্বলতা এবং দ্রুত বীর্যপাত সমস্যা
  • বিবাহপূর্ব হস্তমৈথন ও এর কুফল
  • অতিরিক্ত স্বপ্নদোষ সমস্যা
  • বিবাহিত পুরুষদের যৌন শিথিলতা
  • অতিরিক্ত শুক্রক্ষয় হেতু ধ্বজভঙ্গ
  • উত্তেজনা কালে লিঙ্গের শৈথিল্য
  • সহবাসকালে লিঙ্গ শক্ত হয় না
  • স্ত্রী সহবাসে পুরুপুরি অক্ষম

স্ত্রীরোগ সমূহের কার্যকর হোমিও চিকিৎসা

  • নারীদের ওভারিয়ান ক্যান্সার
  • জরায়ুর ইনফেকশন ও ক্যান্সার
  • নারীদের জরায়ুর এবং ওভারিয়ান সিস্ট
  • ফলিকুলার সিস্ট, করপাস লুটিয়াম সিস্ট
  • থেকা লুটেন, ডারময়েড, চকলেট সিস্ট
  • এন্ডোমেট্রোয়েড, হেমোরেজিক সিস্ট
  • পলিসিস্টিক ওভারি, সিস্ট এডিনোমা
  • সাদাস্রাব, প্রদর স্রাব, বন্ধ্যাত্ব
  • ফ্যালোপিয়ান টিউব ব্লক
  • জরায়ু নিচের দিকে নামা
  • নারীদের অনিয়মিত মাসিক
  • ব্রেস্ট টিউমার, ব্রেস্ট ক্যান্সার