যৌন ও স্ত্রীরোগ, চর্মরোগ, কিডনি রোগ, হেপাটাইটিস, লিভার ক্যান্সার, লিভার সিরোসিস, পাইলস, IBS, পুরাতন আমাশয়সহ সকল ক্রনিক রোগে হোমিও চিকিৎসা নিন। ডাঃ আবুল হাসান, পপুলার হোমিও হল, যাত্রাবাড়ী, ঢাকা। ফোন করুন:- ০১৭২৭-৩৮২৬৭১

সোমবার, ১১ আগস্ট, ২০১৪

ভারতের বেডরুম সেক্স বিপ্লব

বেশিরভাগ ভারতীয় 'সেক্স' শব্দটি শুনলে আঁতকে ওঠেন, চমকে ওঠেন— এ রকম আরও বিশেষণ ব্যবহার করা যেতে পারে। অনেকের 'অ্যাটিটিউড' তো আবার বেশ 'জঙ্গি' মনোভাবাপন্ন। রে রে করে ওঠেন। এতেই শেষ নয়। যৌনতাকে একটা সামাজিক ব্যাধিও মনে করেন অনেকে। পার্কে বসা কোনও প্রেমিক-প্রেমিকাকে অপদস্থ হওয়ার তালিকা জিজ্ঞাসা করলে বেশ জ্বলন্ত উদাহরণ পাওয়া যায়। বাড়িওয়ালারা অবিবাহিতদের ভাড়া দেওয়া ঠিক মনে করেন না। সিনেমার পর্দাও এই ভাবনা থেকে পুরোপুরি মুক্ত হয়নি।
ভারতীয় টিভির প্রাইম টাইম থেকে গর্ভনিরোধক বা কন্ডোমের মতো জিনিসের বিজ্ঞাপনকেও ব্রাত্য করে রাখা হয়েছে। এটাই বাস্তব চিত্র। কিন্তু রাজনৈতিক নেতাদের নানা নিম্নরুচির মন্তব্য ফলাও করে দেখানো হয়। ধর্ষিতার পোশাক নিয়ে এমন ময়নাতদন্ত করা হয়, যেন পোশাকের জন্যই তার ধর্ষণ হয়েছে! দোষটা ঠিক ধর্ষকের নয়। কিন্তু ৩-৪ বছরের শিশুরা যখন ধর্ষিত হয় তখন?

এ ধরনের ভণ্ডামিতে ভারতীয়রা এক প্রকার অভ্যস্ত হয়ে উঠেছে। কিন্তু এর বাইরেও একটা জগত্ রয়েছে, যেখানে সহজ সত্যিটা সত্য বলে মেনে নেওয়ার সত্ সাহস আছে। সে জন্যই হয়তো আজ শপিং মলে লঁজেরি শোরুম দেখা যায়। শুধু বড় শহরেই নয়, অপেক্ষাকৃত ছোট শহরেও। অনেক প্রাপ্তবয়স্করা গর্ভনিরোধক বা কন্ডোম কিনতে ওষুধের দোকানে যেতে লজ্জা পেতেন, এখনও পান, তাঁদের জন্য এই সুযোগ করে দিয়েছে অনলাইন শপিং। ohmysecrets.com, shycart.com-এর মতো সাইট তো ছিলই, গত মাস থেকে ফ্লিপকার্টও এক নতুন বিভাগ খুলেছে তাদের সাইটে। যেখানে সেক্স টয় থেকে শুধু করে গর্ভনিরোধক অবলীলায় অর্ডার করতে পারছেন গ্রাহকরা। এখন সেই তালিকায় সংযুক্ত হয়েছে স্ন্যাপডিলও। সেখানেও নানা রকম লুব্রিকান্ট, কন্ডোম এবং 'প্লেজার ডিভাইস' পাওয়া যায়।

এর অন্য একটি কারণ বাজারে এর চাহিদা। বর্তমানে ইন্টারনেটে এর বাজার প্রায় ১ হাজার কোটি টাকার। বিশেষজ্ঞদের মতে ২০২০ সালের মধ্যে তা প্রায় ৯ হাজার কোটিতে পৌঁছবে।একটা তথ্য দিলে ব্যাপারটি পরিষ্কার হবে। মাঝে এক ধরনের ভাইব্রেটিং কন্ডোম বাজারে আসে, যা ছাড়ার পরই প্রায় নিমেষে নিঃশেষিত হয়ে গিয়েছিল। এমনকী অনেকে অগ্রিম অর্ডার দিয়ে গিয়েছিলেন। অর্থাত্, ভারতের 'জেন ওয়াই' বেডরুম এক্সপেরিমেন্টে ভীত নয়। তাদের মানসিকতায়ও পরিবর্তন এসেছে।

তাহলে কি এটা ধরে নিতে হবে ইন্টারনেটের হাত ধরে সত্যিকারের সাবালক হচ্ছে ভারতীয় সাবালকেরা? অনেকটা তাই। খাজুরাহো, অজন্তা-ইলোরা, কৈলাশ মন্দিরে যে সমস্ত মূর্তি খোদাই করা রয়েছে, তা দেখে আহা-বাহা করতে বাধা নেই, তবে স্কুলে যৌন শিক্ষার বেলায় তা রুচিতে বাধে। এই রুচির গোড়ায় ধাক্কা লেগেছে। যৌনতাকে প্রাচীন ভারতে কখনই ছোট নজরে দেখা হয়নি। পাশ্চাত্য দেশ এখান থেকেই তা গ্রহণ করেছে। দুর্ভাগ্যের বিষয়, পাশ্চাত্যের হাত ধরে ভারত আবার সেই শিক্ষায় একটু সাবালক হতে চেষ্টা করছে। 

ভারতের বেডরুম সেক্স বিপ্লব ডাক্তার আবুল হাসান 5 of 5
বেশিরভাগ ভারতীয় 'সেক্স' শব্দটি শুনলে আঁতকে ওঠেন, চমকে ওঠেন— এ রকম আরও বিশেষণ ব্যবহার করা যেতে পারে। অনেকের 'অ্যাটিটিউড' তো...

সকল আপডেট পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের সাথে।

ডাঃ হাসান (ডিএইচএমএস, পিডিটি - বিএইচএমসি, ঢাকা)

বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, ঢাকা

যৌন ও স্ত্রীরোগ, চর্মরোগ, কিডনি রোগ, হেপাটাইটিস, লিভার ক্যান্সার, লিভার সিরোসিস, পাইলস, IBS, পুরাতন আমাশয়সহ সকল ক্রনিক রোগে হোমিও চিকিৎসা নিন।

১০৬ দক্ষিন যাত্রাবাড়ী, শহীদ ফারুক রোড, ঢাকা ১২০৪, বাংলাদেশ
ফোন :- ০১৭২৭-৩৮২৬৭১ এবং ০১৯২২-৪৩৭৪৩৫
ইমেইল:adhunikhomeopathy@gmail.com
স্বাস্থ্য পরামর্শের জন্য যেকোন সময় নির্দিধায় এবং নিঃসংকোচে যোগাযোগ করুন।

পুরুষদের যৌন সমস্যার কার্যকর চিকিৎসা

  • শুক্রতারল্য এবং অকাল বা দ্রুত বীর্যপাত
  • প্রস্রাবের সাথে ধাতু ক্ষয়, প্রস্রাবে জ্বালাপোড়া
  • পায়খানার সময় কুন্থনে বীর্যপাত
  • পুরুষাঙ্গ দুর্বল বা নিস্তেজ এবং বিবাহভীতি
  • রতিশক্তির দুর্বলতা এবং দ্রুত বীর্যপাত সমস্যা
  • বিবাহপূর্ব হস্তমৈথন ও এর কুফল
  • অতিরিক্ত স্বপ্নদোষ সমস্যা
  • বিবাহিত পুরুষদের যৌন শিথিলতা
  • অতিরিক্ত শুক্রক্ষয় হেতু ধ্বজভঙ্গ
  • উত্তেজনা কালে লিঙ্গের শৈথিল্য
  • সহবাসকালে লিঙ্গ শক্ত হয় না
  • স্ত্রী সহবাসে পুরুপুরি অক্ষম

স্ত্রীরোগ সমূহের কার্যকর হোমিও চিকিৎসা

  • নারীদের ওভারিয়ান ক্যান্সার
  • জরায়ুর ইনফেকশন ও ক্যান্সার
  • নারীদের জরায়ুর এবং ওভারিয়ান সিস্ট
  • ফলিকুলার সিস্ট, করপাস লুটিয়াম সিস্ট
  • থেকা লুটেন, ডারময়েড, চকলেট সিস্ট
  • এন্ডোমেট্রোয়েড, হেমোরেজিক সিস্ট
  • পলিসিস্টিক ওভারি, সিস্ট এডিনোমা
  • সাদাস্রাব, প্রদর স্রাব, বন্ধ্যাত্ব
  • ফ্যালোপিয়ান টিউব ব্লক
  • জরায়ু নিচের দিকে নামা
  • নারীদের অনিয়মিত মাসিক
  • ব্রেস্ট টিউমার, ব্রেস্ট ক্যান্সার