যৌন ও স্ত্রীরোগ, চর্মরোগ, কিডনি রোগ, হেপাটাইটিস, লিভার ক্যান্সার, লিভার সিরোসিস, পাইলস, IBS, পুরাতন আমাশয়সহ সকল ক্রনিক রোগে হোমিও চিকিৎসা নিন। ডাঃ আবুল হাসান, পপুলার হোমিও হল, যাত্রাবাড়ী, ঢাকা। ফোন করুন:- ০১৭২৭-৩৮২৬৭১

বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৫

প্রেম, বিয়ে, যৌনতা নিয়ে যে স্টেটাস ফেসবুকে কখনও দেবেন না

মন খারাপ হলেই এখন ফেসবুকে স্ট্যাটাস আপডেট করার হিরিক পড়ে গিয়েছে। শুধু মন খারাপই নয়, হাসিতে লুটোপটি হওয়া কিংবা পাশের বাড়ির কাকিমার সঙ্গে কী নিয়ে ঝামেলা হয়েছে তা নিয়েও স্ট্যাটাস আপডেট! ডালে-ঝোলে-অম্বলে-সবেতেই রয়েছে ফেসবুক। তবে এমন অনেক কিছু আছে, যা ফেসবুকে শেয়ার না করলেই আপনার মঙ্গল। কিন্তু মজার বিষয় হল, এমন অনেক ভুল আমরা প্রায় সকলেই করে থাকি।

নিজের সম্পর্ক নিয়ে নেতিবাচক কথা নয় :- জীবন খুবই জটিল। তাই আগবাড়িয়ে আরও জটিল বানাবেন না। সম্পর্কটিতে থাকতে গেলে এটি করবেন না। প্রেম-বিয়ে, সে যাই হোক না কেন, নেতিবাচক প্রশ্ন নিয়ে নিজের সম্পর্কের কথা ফেসবুকে শেয়ার না করলেই ভাল। সকলের ধারণা হবে, আপনি এই সম্পর্কে খুশি নন। সকলের কথা বাদ দিন। প্রিয় মানুষটিকেও আপনি দুঃখ দিলেন। উদ্দেশ্যপ্রনোদিত ভাবে তাঁকে এইভাবে বলা হচ্ছে ভেবে আপনার সম্পর্কটাই যাবে ভেস্তে।

শো-অফ করবেন না :- প্রেমদিবসের দিন সঙ্গীর সঙ্গে কোথায়, কীভাবে আনন্দ উপভোগ করেছেন, তা তো একেবারেই নিজের। সেটা আবার লোককে দেখাবার কী আছে? উপহার পেয়েছেন তো খুব ভাল। তো ফেসবুকে নিজের প্রোফাইল ছবি বানানোর কী আছে হে বাপু! আর আপনি যে পেয়েছেন সেটাই বা কে দেখতে গিয়েছে! বন্ধুদের কাছে নিজের ভালো লাগার মূহূর্তগলি শেয়ার করতে ভালো লাগে, কিন্তু এমন কিছু পোস্ট করবেন না, যা শো-অফ না হয়ে যায়।

মনোমালিন্য হলেও স্ট্যাটাস আপডেট করবেন না :- তুচ্ছ ব্যাপারগুলো নিয়ে ফেসবুকে স্ট্যাটাস আপডেট করার কোনও মানে হয় না। সম্পর্কের মধ্যে মন কষাকষি, ঝগড়া তো হবেই। আবার মিটেও যাবে। অযথা বাইরের মানুষজনকে কেন জানাবেন যে আপনাদের সম্পর্কে ঝড় বয়ে চলেছে। যে ঝড় কিছুদিনের মধ্যেই থেমে যাবে। সম্পর্ক ঠিক করতে নিজেরাই বসুন মুখোমুখি।

ঘনঘন রিলেশনশিপ স্ট্যাটাস বদলাবেন না :- শুধু ফেসবুকে নয়, নিজের কাছেও প্রতিজ্ঞা করুন যে সম্পর্কের মধ্যে আপনি এই মুহূর্তে রয়েছেন, সেটি যেন দীর্ঘমেয়াদী হয়। ঘন ঘন সঙ্গী পাল্টিয়ে নিজেকে আধুনিক ভাবার কোনও কারণ নেই। উল্টে আপনার প্রতি ধারণাটাও পাল্টে যাবে আপনার বন্ধুদের।

সম্পর্ক ভাঙলে ফেসবুকে পরস্পরের প্রতি কাদা ছুঁড়বেন না :-  সম্পর্কে ভাঙা-গড়া থাকবেই।তাই বলে নিজের ব্যক্তিগত সম্পর্কের ভাঙন ফেসবুকে আপডেট করতে হবে! নিজে তো ছোট হলেনই, প্রিয় মানুষটির কাছে আরও ছোট হয়ে যাবেন।

ঘনিষ্ঠ ছবি পোস্ট করবেন না :- ব্যক্তিগত সম্পর্কের অন্তরঙ্গ ছবি, যা যৌনতা মাখা, সেসব একেবারেই পোস্ট করবেন না। দিনকাল যা, তাতে অন্যান্য ঝামেলায় জড়িয়ে পড়তে মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার। যতটা সম্ভব এইসব থেকে দূরে থাকাই ভাল।

প্রেম, বিয়ে, যৌনতা নিয়ে যে স্টেটাস ফেসবুকে কখনও দেবেন না ডাক্তার আবুল হাসান 5 of 5
মন খারাপ হলেই এখন ফেসবুকে স্ট্যাটাস আপডেট করার হিরিক পড়ে গিয়েছে। শুধু মন খারাপই নয়, হাসিতে লুটোপটি হওয়া কিংবা পাশের বাড়ির কাকিমার সঙ্গে ...

সকল আপডেট পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের সাথে।

ডাঃ হাসান (ডিএইচএমএস, পিডিটি - বিএইচএমসি, ঢাকা)

বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, ঢাকা

যৌন ও স্ত্রীরোগ, চর্মরোগ, কিডনি রোগ, হেপাটাইটিস, লিভার ক্যান্সার, লিভার সিরোসিস, পাইলস, IBS, পুরাতন আমাশয়সহ সকল ক্রনিক রোগে হোমিও চিকিৎসা নিন।

১০৬ দক্ষিন যাত্রাবাড়ী, শহীদ ফারুক রোড, ঢাকা ১২০৪, বাংলাদেশ
ফোন :- ০১৭২৭-৩৮২৬৭১ এবং ০১৯২২-৪৩৭৪৩৫
ইমেইল:adhunikhomeopathy@gmail.com
স্বাস্থ্য পরামর্শের জন্য যেকোন সময় নির্দিধায় এবং নিঃসংকোচে যোগাযোগ করুন।

পুরুষদের যৌন সমস্যার কার্যকর চিকিৎসা

  • শুক্রতারল্য এবং অকাল বা দ্রুত বীর্যপাত
  • প্রস্রাবের সাথে ধাতু ক্ষয়, প্রস্রাবে জ্বালাপোড়া
  • পায়খানার সময় কুন্থনে বীর্যপাত
  • পুরুষাঙ্গ দুর্বল বা নিস্তেজ এবং বিবাহভীতি
  • রতিশক্তির দুর্বলতা এবং দ্রুত বীর্যপাত সমস্যা
  • বিবাহপূর্ব হস্তমৈথন ও এর কুফল
  • অতিরিক্ত স্বপ্নদোষ সমস্যা
  • বিবাহিত পুরুষদের যৌন শিথিলতা
  • অতিরিক্ত শুক্রক্ষয় হেতু ধ্বজভঙ্গ
  • উত্তেজনা কালে লিঙ্গের শৈথিল্য
  • সহবাসকালে লিঙ্গ শক্ত হয় না
  • স্ত্রী সহবাসে পুরুপুরি অক্ষম

স্ত্রীরোগ সমূহের কার্যকর হোমিও চিকিৎসা

  • নারীদের ওভারিয়ান ক্যান্সার
  • জরায়ুর ইনফেকশন ও ক্যান্সার
  • নারীদের জরায়ুর এবং ওভারিয়ান সিস্ট
  • ফলিকুলার সিস্ট, করপাস লুটিয়াম সিস্ট
  • থেকা লুটেন, ডারময়েড, চকলেট সিস্ট
  • এন্ডোমেট্রোয়েড, হেমোরেজিক সিস্ট
  • পলিসিস্টিক ওভারি, সিস্ট এডিনোমা
  • সাদাস্রাব, প্রদর স্রাব, বন্ধ্যাত্ব
  • ফ্যালোপিয়ান টিউব ব্লক
  • জরায়ু নিচের দিকে নামা
  • নারীদের অনিয়মিত মাসিক
  • ব্রেস্ট টিউমার, ব্রেস্ট ক্যান্সার