যৌন ও স্ত্রীরোগ, চর্মরোগ, কিডনি রোগ, হেপাটাইটিস, লিভার ক্যান্সার, লিভার সিরোসিস, পাইলস, IBS, পুরাতন আমাশয়সহ সকল ক্রনিক রোগে হোমিও চিকিৎসা নিন। ডাঃ আবুল হাসান, পপুলার হোমিও হল, যাত্রাবাড়ী, ঢাকা। ফোন করুন:- ০১৭২৭-৩৮২৬৭১

মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০১৪

স্বামী এক শহরে স্ত্রী অন্য শহরে - লং ডিসটেন্স রিলেশনশিপ শুভকর নয় !

আজ কাল এমনদৃশ্য প্রায়সই দেখা যায় যে, স্বামী এক শহরে স্ত্রী অন্য শহরে। ধরা যাক স্ত্রীর কোন কারণে মন খারাপ, সেদিন তিনি সঙ্গীকে ফোনই করলেন না। অন্যদিকে স্বামী হয়তো সেদিন অন্য শহরে খুব খুশিতে আছেন। তিনি খুব আনন্দ নিয়ে স্ত্রীকে ফোন দিলেন, অথচ স্ত্রীর এইদিকে মন খারাপ। এই যে দুজনই একটা অন্য সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, দুজনে সম্পূর্ণ আলাদা দুটো ইমোশনাল জোনে রয়েছেন এর ফলে দুজনের মধ্যেই সমস্যা দেখা দেয়াটাই স্বাভাবিক।
একই সাথে থাকলে হয়তো এসব সমস্যা এড়িয়ে যাওয়া যায়, মোটামুটি একে অপরের জীবনটা একই সঙ্গে এক তারে বাঁধা থাকে। আলাদা শহরে থাকলে কিন্তু সেটা থাকে না। স্ত্রী আপসেট বলে হয়তো স্বামীর এত হই হুল্লোড় আজ তাঁর ভাল লাগছেনা। স্বামীর মনে হয়- একা থাকেন একটা দিন আনন্দ করতেই পারেন, সেটা স্ত্রীকে ফোন করে নষ্ট করে দিলেন। এটার ফলে সম্পর্কে চাপ সৃষ্টি হয়।

লং ডিসটেন্স রিলেশনশিপে অনেক বেশি যোগাযোগের দরকার হয়, সেখানে নীরবতা কিন্তু অনেক ভুল বার্তা পৌঁছে দেয়। পরস্পরের প্রতি এই আস্থাটা দরকার। একজনের যদি অন্যের সঙ্গে কিছুক্ষণ কথা নাও হয় তাহলে সেই শূন্যস্থানটা বাজে ভাবে চিন্তা করবেন না। ফোনে স্ত্রী বা স্বামীকে না পেলেই মাথায় একগাদা আজেবাজে চিন্তা আসে। অন্য কারও সাথে রয়েছে কিংবা অসুস্থ হল না তো? এটা না ভেবে সঙ্গে সঙ্গে মেসেজ করুন। যখন সঙ্গীর সাথে যোগাযোগ করতে পারছেন না, তখন বাজে চিন্তা না করে ভাল চিন্তা করুন। বা নিজেকে বলুন, গতবারও তো খারাপ ভেবেছিলেন সেটা তো হয়নি। গতবারের শিক্ষাটাকেই এবারে কাজে লাগান। লং ডিসটেন্সের সমস্যা গুলো এভাবেই সমাধান করা যায়। ছুটি পেলেই বিশেষ করে সন্তান থাকলে একসাথে সময় কাটানোর চেষ্টা করুন।

দাম্পত্যে একদিকে যেমন থাকে মান-অভিমান আর ভুল বোঝাবুঝি, তেমনই থাকা প্রয়োজন ভালোবাসা-বোঝাপড়া এবং সংবেদনশীলতা। সম্পর্কের এই বহমানতা বজায় রাখতে যে রোমান্সের প্রয়োজন সেটা যে কোনও মূল্যেই জাগিয়ে রাখুন। ভালোবাসা এবং বোঝাপড়ার যুগলবন্দী অনেক প্রতিবন্ধকতাকেই তুচ্ছ করতে পারে। আপনাদের করে তুলতে পারে একে অপরের যোগ্য পরিপূরক।

স্বামী এক শহরে স্ত্রী অন্য শহরে - লং ডিসটেন্স রিলেশনশিপ শুভকর নয় ! ডাক্তার আবুল হাসান 5 of 5
আজ কাল এমনদৃশ্য প্রায়সই দেখা যায় যে, স্বামী এক শহরে স্ত্রী অন্য শহরে। ধরা যাক স্ত্রীর কোন কারণে মন খারাপ, সেদিন তিনি সঙ্গীকে ফোনই করলেন না...

সকল আপডেট পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের সাথে।

ডাঃ হাসান (ডিএইচএমএস, পিডিটি - বিএইচএমসি, ঢাকা)

বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, ঢাকা

যৌন ও স্ত্রীরোগ, চর্মরোগ, কিডনি রোগ, হেপাটাইটিস, লিভার ক্যান্সার, লিভার সিরোসিস, পাইলস, IBS, পুরাতন আমাশয়সহ সকল ক্রনিক রোগে হোমিও চিকিৎসা নিন।

১০৬ দক্ষিন যাত্রাবাড়ী, শহীদ ফারুক রোড, ঢাকা ১২০৪, বাংলাদেশ
ফোন :- ০১৭২৭-৩৮২৬৭১ এবং ০১৯২২-৪৩৭৪৩৫
ইমেইল:adhunikhomeopathy@gmail.com
স্বাস্থ্য পরামর্শের জন্য যেকোন সময় নির্দিধায় এবং নিঃসংকোচে যোগাযোগ করুন।

পুরুষদের যৌন সমস্যার কার্যকর চিকিৎসা

  • শুক্রতারল্য এবং অকাল বা দ্রুত বীর্যপাত
  • প্রস্রাবের সাথে ধাতু ক্ষয়, প্রস্রাবে জ্বালাপোড়া
  • পায়খানার সময় কুন্থনে বীর্যপাত
  • পুরুষাঙ্গ দুর্বল বা নিস্তেজ এবং বিবাহভীতি
  • রতিশক্তির দুর্বলতা এবং দ্রুত বীর্যপাত সমস্যা
  • বিবাহপূর্ব হস্তমৈথন ও এর কুফল
  • অতিরিক্ত স্বপ্নদোষ সমস্যা
  • বিবাহিত পুরুষদের যৌন শিথিলতা
  • অতিরিক্ত শুক্রক্ষয় হেতু ধ্বজভঙ্গ
  • উত্তেজনা কালে লিঙ্গের শৈথিল্য
  • সহবাসকালে লিঙ্গ শক্ত হয় না
  • স্ত্রী সহবাসে পুরুপুরি অক্ষম

স্ত্রীরোগ সমূহের কার্যকর হোমিও চিকিৎসা

  • নারীদের ওভারিয়ান ক্যান্সার
  • জরায়ুর ইনফেকশন ও ক্যান্সার
  • নারীদের জরায়ুর এবং ওভারিয়ান সিস্ট
  • ফলিকুলার সিস্ট, করপাস লুটিয়াম সিস্ট
  • থেকা লুটেন, ডারময়েড, চকলেট সিস্ট
  • এন্ডোমেট্রোয়েড, হেমোরেজিক সিস্ট
  • পলিসিস্টিক ওভারি, সিস্ট এডিনোমা
  • সাদাস্রাব, প্রদর স্রাব, বন্ধ্যাত্ব
  • ফ্যালোপিয়ান টিউব ব্লক
  • জরায়ু নিচের দিকে নামা
  • নারীদের অনিয়মিত মাসিক
  • ব্রেস্ট টিউমার, ব্রেস্ট ক্যান্সার