যৌন ও স্ত্রীরোগ, চর্মরোগ, কিডনি রোগ, হেপাটাইটিস, লিভার ক্যান্সার, লিভার সিরোসিস, পাইলস, IBS, পুরাতন আমাশয়সহ সকল ক্রনিক রোগে হোমিও চিকিৎসা নিন। ডাঃ আবুল হাসান, পপুলার হোমিও হল, যাত্রাবাড়ী, ঢাকা। ফোন করুন:- ০১৭২৭-৩৮২৬৭১

রবিবার, ২১ ডিসেম্বর, ২০১৪

অনলাইনে হাজারো পুরুষ যৌন প্রতারণার শিকার হচ্ছেন

অনলাইনে হাজারো পুরুষ যৌন প্রতারণার শিকার হচ্ছেন। ফাঁদে পা দেওয়া পুরুষদের জিম্মি করে তাঁদের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে অপরাধ চক্র। বিবিসি বাংলার এক অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, ফিলিপাইনে যোগাযোগের সামাজিক মাধ্যমগুলোতে পুরুষদের যৌনতার ফাঁদে ফেলে অর্থ কামানোর এই ব্যবসাটি প্রকট আকার ধারণ করেছে। এতো গেল ফিলিপাইনের ঘটনা, এবার আসুন আমাদের নিজের দেশের দিকে তাকাই।

আমাদের বাংলাদেশে আজ ফেসবুক খুললেই দেখা যায় নানা প্রকার অশ্লীল পেজ তৈরী করে নানা ভাবে তরুণ যুবকদের তাদের সাথে লাইভ সেক্স চ্যাট, ফ্রি সেক্স  করতে আমন্ত্রণ জানানো হচ্ছে । এভাবে কোমলমতি  তরুণ যুবকদেরকে তাদের ফাদে ফেলার চেষ্টা করে। আর যারা তাদের ফাদে পড়ে প্রতারিত হয় তাদের অনেকেই লোক লজ্জার ভয়ে হয়তো মুখ খুলেন না। দেখা যায় কতিপয় দুস্কৃতিকারী কিছু ভুয়া একাউন্ট খুলে এই কুকর্মটি সম্পাদন করে। আমাদের ফ্যানপেইজে শেয়ার করা এমনই একটি পেইজের স্ক্রীনশট দেয়া হলো -
আবার অনেক পেজই রয়েছে যৌন শিক্ষার নাম করে তরুণ যুবকদের নানা প্রকার ভুয়া যৌন সামগ্রীর প্রতি প্রলোব্ধ করছে। এর মাধ্যমেও প্রতারিত হচ্ছেন অনেকেই। কারণ তাদের না থাকে কোনো ঠিকানা না আর থাকে কোনো অনুমোদন। কোমলমতি তরুণরা খুব সহজেই তাদের ফাদে পা দিয়ে প্রতারিত হয়ে থাকে। অনেকেই আমাদের ফ্যান পেইজে এই বিষয়ে লিখেছেন। সিঙ্গাপুর প্রবাসী আমাদের একজন শুভাকাংখী লিখেছেন তিনি এমন কিছু  বিজ্ঞাপনে প্রলব্ধ হয়ে এবং বিশ্বাস করে ট্রিটমেন্ট নিতে গিয়ে এক হার্বাল ডাক্তারের কাছে ১৬'০০০ (১৬ হাজার টাকা) মার খেয়েছেন এবং তারপর আরেক  হার্বাল ডাক্তার তার ১৮০০ টাকা মেরে দিয়েছে। 
বিষয়টি বেশ উদ্বেগের সৃষ্টি করছে দিন দিন। এই ধরনের পেজের সংখ্যা আজ ভয়াভহ রকম বৃদ্ধি পেয়েছে যা আমাদের সামাজিক মুল্যবোধের প্রতিও হুমকি স্বরুপ। তাই বিষয়টির প্রতি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি দেয়া উচিত। 

অনলাইনে হাজারো পুরুষ যৌন প্রতারণার শিকার হচ্ছেন ডাক্তার আবুল হাসান 5 of 5
অনলাইনে হাজারো পুরুষ যৌন প্রতারণার শিকার হচ্ছেন। ফাঁদে পা দেওয়া পুরুষদের জিম্মি করে তাঁদের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে অপরাধ চক্র।...

সকল আপডেট পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের সাথে।

ডাঃ হাসান (ডিএইচএমএস, পিডিটি - বিএইচএমসি, ঢাকা)

বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, ঢাকা

যৌন ও স্ত্রীরোগ, চর্মরোগ, কিডনি রোগ, হেপাটাইটিস, লিভার ক্যান্সার, লিভার সিরোসিস, পাইলস, IBS, পুরাতন আমাশয়সহ সকল ক্রনিক রোগে হোমিও চিকিৎসা নিন।

১০৬ দক্ষিন যাত্রাবাড়ী, শহীদ ফারুক রোড, ঢাকা ১২০৪, বাংলাদেশ
ফোন :- ০১৭২৭-৩৮২৬৭১ এবং ০১৯২২-৪৩৭৪৩৫
ইমেইল:adhunikhomeopathy@gmail.com
স্বাস্থ্য পরামর্শের জন্য যেকোন সময় নির্দিধায় এবং নিঃসংকোচে যোগাযোগ করুন।

পুরুষদের যৌন সমস্যার কার্যকর চিকিৎসা

  • শুক্রতারল্য এবং অকাল বা দ্রুত বীর্যপাত
  • প্রস্রাবের সাথে ধাতু ক্ষয়, প্রস্রাবে জ্বালাপোড়া
  • পায়খানার সময় কুন্থনে বীর্যপাত
  • পুরুষাঙ্গ দুর্বল বা নিস্তেজ এবং বিবাহভীতি
  • রতিশক্তির দুর্বলতা এবং দ্রুত বীর্যপাত সমস্যা
  • বিবাহপূর্ব হস্তমৈথন ও এর কুফল
  • অতিরিক্ত স্বপ্নদোষ সমস্যা
  • বিবাহিত পুরুষদের যৌন শিথিলতা
  • অতিরিক্ত শুক্রক্ষয় হেতু ধ্বজভঙ্গ
  • উত্তেজনা কালে লিঙ্গের শৈথিল্য
  • সহবাসকালে লিঙ্গ শক্ত হয় না
  • স্ত্রী সহবাসে পুরুপুরি অক্ষম

স্ত্রীরোগ সমূহের কার্যকর হোমিও চিকিৎসা

  • নারীদের ওভারিয়ান ক্যান্সার
  • জরায়ুর ইনফেকশন ও ক্যান্সার
  • নারীদের জরায়ুর এবং ওভারিয়ান সিস্ট
  • ফলিকুলার সিস্ট, করপাস লুটিয়াম সিস্ট
  • থেকা লুটেন, ডারময়েড, চকলেট সিস্ট
  • এন্ডোমেট্রোয়েড, হেমোরেজিক সিস্ট
  • পলিসিস্টিক ওভারি, সিস্ট এডিনোমা
  • সাদাস্রাব, প্রদর স্রাব, বন্ধ্যাত্ব
  • ফ্যালোপিয়ান টিউব ব্লক
  • জরায়ু নিচের দিকে নামা
  • নারীদের অনিয়মিত মাসিক
  • ব্রেস্ট টিউমার, ব্রেস্ট ক্যান্সার