যৌন ও স্ত্রীরোগ, চর্মরোগ, কিডনি রোগ, হেপাটাইটিস, লিভার ক্যান্সার, লিভার সিরোসিস, পাইলস, IBS, পুরাতন আমাশয়সহ সকল ক্রনিক রোগে হোমিও চিকিৎসা নিন। ডাঃ আবুল হাসান, পপুলার হোমিও হল, যাত্রাবাড়ী, ঢাকা। ফোন করুন:- ০১৭২৭-৩৮২৬৭১

শুক্রবার, ২৮ নভেম্বর, ২০১৪

একটি সুন্দর সম্পর্ক ভেঙে যাওয়ার পিছনে কিছু কারণ

সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার পেছনে অনেক কারণই থাকে। কিন্তু কিছু খুব পরিচিত কারণ আছে যে কারণ গুলোর জন্য অনেক সুন্দর সম্পর্কও নষ্ট হয়ে যায়। শত চেষ্টা করার পরেও সম্ভব হয়না সম্পর্কটিকে ধরে রাখার। তা প্রেমের সম্পর্ক হোক কিংবা দাম্পত্য সম্পর্ক, কারণগুলো সেই একই। কিন্তু মানুষ যখন একটি ভালোবাসাময় সম্পর্কে জড়িয়ে যায় তখন হয়তো কেউই প্রস্তুত থাকেনা কিংবা চিন্তাও করেনা যে কোন কারণে তার সম্পর্ক নষ্ট নয়ে যেতে পারে। চলুন তাহলে জেনে নেই কী কী কারনে মানুষের প্রেম, দাম্পত্য সম্পর্ক নষ্ট হয়ে যায়। 
সম্পর্কে বিশ্বাস না থাকা :- যে কোন সম্পর্কে বিশ্বাস থাকাটা খুব বেশি জরুরী। কিন্তু বিশেষ করে প্রেমের সম্পর্ক ও দাম্পত্য সম্পর্কে বিশ্বাস থাকাটা বাধ্যতামূলক। কারণ সম্পর্কে বিশ্বাস না থাকলে সেই সম্পর্ক যতদিনেরই হয়ে থাকুক না কেন কিংবা যেমনই হয়ে থাকুক না কেন বিশ্বাসের অভাবে নষ্ট হবেই।

অন্য কারো সাথে সম্পর্কে জড়িয়ে যাওয়া :- সম্পর্ক চলাকালীন অবস্থাতে একজন অন্য কারো সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে যেতে পারেন। তা হতে পারে প্রেমের সম্পর্ক চলাকালীন অবস্থায় কিংবা দাম্পত্য জীবনে। এখন বর্তমান জুগে প্রেম ও দাম্পত্য সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার অন্যতম মূল কারণ হল পরকীয়া। এই ধরনের সমস্যায় সম্পর্ক জড়িয়ে গেলে খুব সহজেই সম্পর্ক নষ্ট হয়ে যায়।

সম্পর্কে কোন আগ্রহ নেই :- মাঝে মাঝে সম্পর্কের বয়স অনেকদিন হয়ে গেলে অনেকেরই স্বভাবগত কারণে সম্পর্কে কোন আগ্রহ অবশিষ্ট থাকেনা। কিন্তু তার মানে তো এই না যে সম্পর্কই নষ্ট করে দিতে হবে। আমাদের একেক জনের মানসিকতা একেক রকম। তাই অনেক সময় মানুষের মাথায় বিভিন্ন ধরনের কারণ কাজ করে থাকে। যেমন, কেন আমরা একসাথে এতদিন আছি? আমরা কেন সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি? কিংবা কে কার কাছ থেকে কী পেল কিংবা না পেল তা নিয়ে দেখা দেয় নানা রকমের সমস্যা। তাই দেখা যায় সম্পর্কের প্রতি আগ্রহ নষ্ট হয়ে যায় এবং শেষ পর্যন্ত সেই সম্পর্কটাই আর টিকে থাকে না।

যে সম্পর্কের কোন ভবিষ্যৎ নেই :- অনেকেই অনেক সময় সম্পর্ক করে থাকেন ঝোঁকের বসে। ভালো লেগে গেল, কিছুদিন কথা হল তারপর আবেগের বসে প্রেমের সম্পর্ক হয়ে গেল, কিছুদিন পর মনে হল এই সম্পর্কে নিজেদের কোন ভবিষ্যৎ নেই কারণ ছেলে কিংবা মেয়ে কেউই কারো ওপর ভরসা করতে পারছেন না। তখন স্বাভাবিকভাবেই সম্পর্কে বিভিন্ন কারণ নিয়ে শুরু হয় নানাবিধ ঝামেলা।

একটি সুন্দর সম্পর্ক ভেঙে যাওয়ার পিছনে কিছু কারণ ডাক্তার আবুল হাসান 5 of 5
সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার পেছনে অনেক কারণই থাকে। কিন্তু কিছু খুব পরিচিত কারণ আছে যে কারণ গুলোর জন্য অনেক সুন্দর সম্পর্কও নষ্ট হয়ে যায়। শত চে...

সকল আপডেট পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের সাথে।

ডাঃ হাসান (ডিএইচএমএস, পিডিটি - বিএইচএমসি, ঢাকা)

বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, ঢাকা

যৌন ও স্ত্রীরোগ, চর্মরোগ, কিডনি রোগ, হেপাটাইটিস, লিভার ক্যান্সার, লিভার সিরোসিস, পাইলস, IBS, পুরাতন আমাশয়সহ সকল ক্রনিক রোগে হোমিও চিকিৎসা নিন।

১০৬ দক্ষিন যাত্রাবাড়ী, শহীদ ফারুক রোড, ঢাকা ১২০৪, বাংলাদেশ
ফোন :- ০১৭২৭-৩৮২৬৭১ এবং ০১৯২২-৪৩৭৪৩৫
ইমেইল:adhunikhomeopathy@gmail.com
স্বাস্থ্য পরামর্শের জন্য যেকোন সময় নির্দিধায় এবং নিঃসংকোচে যোগাযোগ করুন।

পুরুষদের যৌন সমস্যার কার্যকর চিকিৎসা

  • শুক্রতারল্য এবং অকাল বা দ্রুত বীর্যপাত
  • প্রস্রাবের সাথে ধাতু ক্ষয়, প্রস্রাবে জ্বালাপোড়া
  • পায়খানার সময় কুন্থনে বীর্যপাত
  • পুরুষাঙ্গ দুর্বল বা নিস্তেজ এবং বিবাহভীতি
  • রতিশক্তির দুর্বলতা এবং দ্রুত বীর্যপাত সমস্যা
  • বিবাহপূর্ব হস্তমৈথন ও এর কুফল
  • অতিরিক্ত স্বপ্নদোষ সমস্যা
  • বিবাহিত পুরুষদের যৌন শিথিলতা
  • অতিরিক্ত শুক্রক্ষয় হেতু ধ্বজভঙ্গ
  • উত্তেজনা কালে লিঙ্গের শৈথিল্য
  • সহবাসকালে লিঙ্গ শক্ত হয় না
  • স্ত্রী সহবাসে পুরুপুরি অক্ষম

স্ত্রীরোগ সমূহের কার্যকর হোমিও চিকিৎসা

  • নারীদের ওভারিয়ান ক্যান্সার
  • জরায়ুর ইনফেকশন ও ক্যান্সার
  • নারীদের জরায়ুর এবং ওভারিয়ান সিস্ট
  • ফলিকুলার সিস্ট, করপাস লুটিয়াম সিস্ট
  • থেকা লুটেন, ডারময়েড, চকলেট সিস্ট
  • এন্ডোমেট্রোয়েড, হেমোরেজিক সিস্ট
  • পলিসিস্টিক ওভারি, সিস্ট এডিনোমা
  • সাদাস্রাব, প্রদর স্রাব, বন্ধ্যাত্ব
  • ফ্যালোপিয়ান টিউব ব্লক
  • জরায়ু নিচের দিকে নামা
  • নারীদের অনিয়মিত মাসিক
  • ব্রেস্ট টিউমার, ব্রেস্ট ক্যান্সার