সম্প্রতি ফ্যাসেব জার্নালে পুরুষদের বন্ধ্যাত্ব দূর করা প্রসঙ্গে বৈজ্ঞানিকরা একটি গবেষণাপত্র প্রকাশ করছেন৷ তারা একটি বিশেষ প্রোটিনের সন্ধান পেয়েছেন যা পুরুষদের মধ্যে বন্ধ্যাত্বের সমস্যা দূর করতে অবদান রাখবে বলে তারা দাবি করছেন। বৈজ্ঞানিকরা ঐ প্রোটিনের সাহায্যে এমন শুক্রাণু তৈরি করার দাবি করেছেন যার সাহায্যে বন্ধ্যাত্ব দূর করা সম্ভব৷
সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের মাধ্যমে জানা গেছে, ক্বীন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা পিএডব্লুপি নামের প্রোটিনের সাহায্যে শুক্রাণু তৈরিতে সফলতা পেয়েছেন৷ প্রধান গবেষক ডা. রিচার্ড ঔকো জানিয়েছেন, পিএডব্লু প্রোটিনে অতিরিক্ত ক্ষমতা রয়েছে যার ফলে এর থেকে তৈরি সিন্থেটিক শুক্রাণুও প্রজনন স্থিতি তৈরি করতে সক্ষম৷
ফ্রান্সের একটি গবেষণায় দেখা গেছে পুরুষদের মধ্যে বন্ধ্যাত্বের সমস্যা দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে৷ এতে দেখা গেছে প্রতি ছয়জন দম্পতির মধ্যে একজন দম্পতি বীর্ষের গুনগত মানের কারণে বন্ধ্যাত্বের শিকার হয়েছেন৷ এমন অবস্থায় এই গবেষণা বন্ধ্যাত্বের চিকিৎসার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দিক৷
এতদিন পর্যন্ত বন্ধ্যাত্ব রোধ করার জন্য আইভিএফ (টেস্ট টিউব বেবি) সম্পর্তিক প্রয়োগই করা হত৷ যেখানে পুরুষের কেবল একটি শুক্রাণুকে মহিলার ডিম্বাশয়ে প্রবেশ করিয়ে গর্ভধারণ করান হত৷ ব্রিটেনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন থেতে পাওয়া পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে বন্ধ্যাত্ব চিকিৎসার ক্ষেত্রে কেবল ৩৭ শতাংশ ক্ষেত্রেই সফলতা পাওয়া গেছে৷ অথচ বহু কাল যাবৎ হোমিওপ্যাথি চিকিত্সা বিজ্ঞান নারী - পুরুষের বন্ধ্যাত্ব সমস্যাটি বেশ সাফল্যের সাথেই হ্যান্ডেল করে আসছে।
সকল আপডেট পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের সাথে।
ডাঃ হাসান (ডিএইচএমএস, পিডিটি - বিএইচএমসি, ঢাকা)
বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, ঢাকাযৌন ও স্ত্রীরোগ, চর্মরোগ, কিডনি রোগ, হেপাটাইটিস, লিভার ক্যান্সার, লিভার সিরোসিস, পাইলস, IBS, পুরাতন আমাশয়সহ সকল ক্রনিক রোগে হোমিও চিকিৎসা নিন।
১০৬ দক্ষিন যাত্রাবাড়ী, শহীদ ফারুক রোড, ঢাকা ১২০৪, বাংলাদেশফোন :- ০১৭২৭-৩৮২৬৭১ এবং ০১৯২২-৪৩৭৪৩৫
ইমেইল:adhunikhomeopathy@gmail.com
স্বাস্থ্য পরামর্শের জন্য যেকোন সময় নির্দিধায় এবং নিঃসংকোচে যোগাযোগ করুন।
পুরুষদের যৌন সমস্যার কার্যকর চিকিৎসা
- শুক্রতারল্য এবং অকাল বা দ্রুত বীর্যপাত
- প্রস্রাবের সাথে ধাতু ক্ষয়, প্রস্রাবে জ্বালাপোড়া
- পায়খানার সময় কুন্থনে বীর্যপাত
- পুরুষাঙ্গ দুর্বল বা নিস্তেজ এবং বিবাহভীতি
- রতিশক্তির দুর্বলতা এবং দ্রুত বীর্যপাত সমস্যা
- বিবাহপূর্ব হস্তমৈথন ও এর কুফল
- অতিরিক্ত স্বপ্নদোষ সমস্যা
- বিবাহিত পুরুষদের যৌন শিথিলতা
- অতিরিক্ত শুক্রক্ষয় হেতু ধ্বজভঙ্গ
- উত্তেজনা কালে লিঙ্গের শৈথিল্য
- সহবাসকালে লিঙ্গ শক্ত হয় না
- স্ত্রী সহবাসে পুরুপুরি অক্ষম
স্ত্রীরোগ সমূহের কার্যকর হোমিও চিকিৎসা
- নারীদের ওভারিয়ান ক্যান্সার
- জরায়ুর ইনফেকশন ও ক্যান্সার
- নারীদের জরায়ুর এবং ওভারিয়ান সিস্ট
- ফলিকুলার সিস্ট, করপাস লুটিয়াম সিস্ট
- থেকা লুটেন, ডারময়েড, চকলেট সিস্ট
- এন্ডোমেট্রোয়েড, হেমোরেজিক সিস্ট
- পলিসিস্টিক ওভারি, সিস্ট এডিনোমা
- সাদাস্রাব, প্রদর স্রাব, বন্ধ্যাত্ব
- ফ্যালোপিয়ান টিউব ব্লক
- জরায়ু নিচের দিকে নামা
- নারীদের অনিয়মিত মাসিক
- ব্রেস্ট টিউমার, ব্রেস্ট ক্যান্সার