যৌন ও স্ত্রীরোগ, চর্মরোগ, কিডনি রোগ, হেপাটাইটিস, লিভার ক্যান্সার, লিভার সিরোসিস, পাইলস, IBS, পুরাতন আমাশয়সহ সকল ক্রনিক রোগে হোমিও চিকিৎসা নিন। ডাঃ আবুল হাসান, পপুলার হোমিও হল, যাত্রাবাড়ী, ঢাকা। ফোন করুন:- ০১৭২৭-৩৮২৬৭১

বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০১৪

ছেলেদের প্যারাফিলিয়া বা সেক্সুয়াল ডিসঅর্ডারে করণীয় কি ?

প্রশ্ন :  আমার নাম অভিজিত সরকার, বয়স ২৩৷ বাড়িতে শুধু মা এবং আমি থাকি৷ কিছুদিন আগে সদ্য বিবাহিত এক দম্পতি পেয়িংগেস্ট হিসেবে এসেছে৷ একদিন রাতে পাশের ঘরে গিয়ে মেয়েটির শাড়ি, ব্লাউজ, ইনার ওয়্যার শুকোতে দেওয়া অবস্থায় দেখে আমি সেগুলো হঠাত্‍ পড়ে ফেলি৷ অসাধারণ সেনসেশন হয়৷ তারপর মাঝে মধ্যেই পড়তে থাকি৷ কিন্ত্ত হঠাত্‍ মেয়েটির চোখে পড়ে যাই৷ তারপর থেকেই সে আমাকে দেখলে মুখ টিপে হাসে এবং একদিন জানায় সে আমার পরার জন্য ওই ঘরে আরও ভালো শাড়ি রেখে দেবে৷ মেয়েটিকে কিভাবে ফেস করব? আমার হঠাত্‍ কেন ওর জামাকাপড় পরে ভালো লাগছে? সব ছেলেদেরই কি এরকম হয় ?
উত্তর: না সব ছেলেদেরই এরকম হয় না, তবে কারওর কারওর তো নিশ্চয়ই হয়৷ আপনার সেক্সুয়াল ফ্যান্টাসি, অ্যারাউজাল ও মাস্টারবেশনের প্যাটার্ন জানতে পারলে আরও নিশ্চিতভাবে ডায়াগনোসিস করা যেত৷ আমার মনে হয় আপনার ট্রান্সভেস্টিক ফেটিশিজম আছে৷ এটি একধরণের প্যারাফিলিয়া অর্থাত্‍ সেক্সুয়াল ডিসঅর্ডার৷ আপনি হয়তো আগে এটা এক্সপেরিয়েন্স করেননি, কারণ সঠিক সুযোগের অভাব৷ এই মেয়েটির মেলে রাখা ইনার ওয়্যার আপনার ক্ষেত্রে অনসেট অফ বির্ভোভয়ারের কাজ করেছে৷ 

এই প্যারাফিলিয়া শৈশব বা কিশোর বয়স থেকেই অন্তর্নিহিত অবস্থায় থাকে, কিন্ত্ত এক্সপেরিয়েন্টের অভাবে অনেক সময় আক্রান্ত ব্যক্তি তা নিজেও জানতে পারেন না৷ আপনি যবে থেকে এই অ্যাক্টিভিটি আরম্ভ করেছেন তার পর থেকে আপনার নিজের মনেই একটা খটকা লেগেছে৷ ছ'মাসের বেশি যদি এই প্র্যাকটিস চলতে থাকে তাহলে ভবিষ্যতে স্বাভাবিক যৌন জীবনযাপনে অসঙ্গতি আসতে বাধ্য৷ সেক্ষেত্রে বিয়ে করলে বা কোনও সম্পর্কে জড়িয়ে পড়লে পার্টনার যদি সাপোর্টিভ না হন সেটি ভেঙে যাওয়ার চান্সই বেশি৷ 

আপনি যতশীঘ্র সম্ভব একজন সাইকোলজিস্টের পরামর্শ নিন৷ সঠিক ডায়াগনোসিস এবং কগনিটিভ বিভোভিয়ারাল থেরাপির মাধ্যমে আপনি চাইলে এই প্র্যাকটিস থেকে বেড়তে পারেন৷ ধৈর্য হারালে চলবে না৷ এটি সময় সাপেক্ষ ব্যাপার৷ মেয়েটিকে ইগনোর করার চেষ্টা করুন৷ হাসলে তাকাবেন না৷ কোন টীকা টিপ্পনী করলেও না৷ তবে স্বাভাবিক কথাবার্তা বলতে এলে আপনারও সাড়া দেওয়া উচিত্‍৷

ছেলেদের প্যারাফিলিয়া বা সেক্সুয়াল ডিসঅর্ডারে করণীয় কি ? ডাক্তার আবুল হাসান 5 of 5
প্রশ্ন :  আমার নাম অভিজিত সরকার, বয়স ২৩৷ বাড়িতে শুধু মা এবং আমি থাকি৷ কিছুদিন আগে সদ্য বিবাহিত এক দম্পতি পেয়িংগেস্ট হিসেবে এসেছে৷ একদিন রা...

সকল আপডেট পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের সাথে।

ডাঃ হাসান (ডিএইচএমএস, পিডিটি - বিএইচএমসি, ঢাকা)

বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, ঢাকা

যৌন ও স্ত্রীরোগ, চর্মরোগ, কিডনি রোগ, হেপাটাইটিস, লিভার ক্যান্সার, লিভার সিরোসিস, পাইলস, IBS, পুরাতন আমাশয়সহ সকল ক্রনিক রোগে হোমিও চিকিৎসা নিন।

১০৬ দক্ষিন যাত্রাবাড়ী, শহীদ ফারুক রোড, ঢাকা ১২০৪, বাংলাদেশ
ফোন :- ০১৭২৭-৩৮২৬৭১ এবং ০১৯২২-৪৩৭৪৩৫
ইমেইল:adhunikhomeopathy@gmail.com
স্বাস্থ্য পরামর্শের জন্য যেকোন সময় নির্দিধায় এবং নিঃসংকোচে যোগাযোগ করুন।

পুরুষদের যৌন সমস্যার কার্যকর চিকিৎসা

  • শুক্রতারল্য এবং অকাল বা দ্রুত বীর্যপাত
  • প্রস্রাবের সাথে ধাতু ক্ষয়, প্রস্রাবে জ্বালাপোড়া
  • পায়খানার সময় কুন্থনে বীর্যপাত
  • পুরুষাঙ্গ দুর্বল বা নিস্তেজ এবং বিবাহভীতি
  • রতিশক্তির দুর্বলতা এবং দ্রুত বীর্যপাত সমস্যা
  • বিবাহপূর্ব হস্তমৈথন ও এর কুফল
  • অতিরিক্ত স্বপ্নদোষ সমস্যা
  • বিবাহিত পুরুষদের যৌন শিথিলতা
  • অতিরিক্ত শুক্রক্ষয় হেতু ধ্বজভঙ্গ
  • উত্তেজনা কালে লিঙ্গের শৈথিল্য
  • সহবাসকালে লিঙ্গ শক্ত হয় না
  • স্ত্রী সহবাসে পুরুপুরি অক্ষম

স্ত্রীরোগ সমূহের কার্যকর হোমিও চিকিৎসা

  • নারীদের ওভারিয়ান ক্যান্সার
  • জরায়ুর ইনফেকশন ও ক্যান্সার
  • নারীদের জরায়ুর এবং ওভারিয়ান সিস্ট
  • ফলিকুলার সিস্ট, করপাস লুটিয়াম সিস্ট
  • থেকা লুটেন, ডারময়েড, চকলেট সিস্ট
  • এন্ডোমেট্রোয়েড, হেমোরেজিক সিস্ট
  • পলিসিস্টিক ওভারি, সিস্ট এডিনোমা
  • সাদাস্রাব, প্রদর স্রাব, বন্ধ্যাত্ব
  • ফ্যালোপিয়ান টিউব ব্লক
  • জরায়ু নিচের দিকে নামা
  • নারীদের অনিয়মিত মাসিক
  • ব্রেস্ট টিউমার, ব্রেস্ট ক্যান্সার