যৌন ও স্ত্রীরোগ, চর্মরোগ, কিডনি রোগ, হেপাটাইটিস, লিভার ক্যান্সার, লিভার সিরোসিস, পাইলস, IBS, পুরাতন আমাশয়সহ সকল ক্রনিক রোগে হোমিও চিকিৎসা নিন। ডাঃ আবুল হাসান, পপুলার হোমিও হল, যাত্রাবাড়ী, ঢাকা। ফোন করুন:- ০১৭২৭-৩৮২৬৭১

শনিবার, ২৩ আগস্ট, ২০১৪

"ভ্যাজাইনাল রিজুভিনেশন ট্রিটমেন্ট" - যা নারীর হারানো যৌবন ফিরিয়ে দিবে

সম্প্রতি 'হিন্দুস্তান টাইমস' নারীর হারানো যৌবন ফিরে পাওয়ার চিকিৎসা সম্পর্কে এক গবেষণাপত্র প্রকাশ করেছে। যা দেশ এবং বিদেশের আরো অনেক সংবাদ পত্রে প্রকাশিত হয়েছে। নারীদের ক্ষেত্রে দাম্পত্য জীবনে সন্তান নেওয়ার পর যৌনতার বিষয়টি অনেক বেশি আবেগপূর্ণ বলে এক গবেষণায় জানিয়েছেন বিশেষজ্ঞরা।

সন্তান জন্মের পর নারীর চিন্তায় চলে আসে সদ্যজাত ফুটফুটে শিশুটির জন্য মনের মতো একটা নাম ঠিক করা, ওর জন্য ঘর সাজানো, বুকের দুধ খাওয়ানো, নানা যত্নআত্তি, ফুল, চকোলেট ইত্যাদি ইত্যাদি।

বিশেষজ্ঞদের মতে, মা হওয়ার পর চিন্তার শেষে থাকে যৌনতা। তা ছাড়া নতুন মা হওয়ার বেশ আগে থেকেই জীবনসঙ্গীর সঙ্গে এই চিরন্তন অন্তরঙ্গতা হয়নি তার। তাই এখন বিষয়টি বেশ জরুরি। শিশু জন্মের কিছু দিন পর থেকেই নারীরা তাদের হারানো যৌবন ফিরিয়ে আনতে পারেন 'ভ্যাজাইনাল রিজুভিনেশন ট্রিটমেন্ট' এর মাধ্যমে।

এটি এমন এক সার্জারি যার মাধ্যমে নারীর যোনিপথ ও মিউকাস মেমব্রেনকে আগের মতো করে দেওয়া হয়। অধিকাংশ ক্ষেত্রে এই জনপ্রিয় চিকিৎসা বিফল হয় না। সাউথ অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব ফ্লিনডারস এর স্কুল অব সাইকোলজির এক দল গবেষকের গবেষণা উঠে এসেছে, সন্তান জন্মের পর নারীর যোনিপথের অভ্যন্তরে ও বাইরের 'লাবিয়া' এই চিকিৎসার দ্বারা সংকুচিত করা যায়।

অনেক নারী নিজেদের সৌন্দর্য ফিরিয়ে আনার জন্য এই চিকিৎসা নিলেও আসলে এর মাধ্যমে জীবনযাপনের ক্ষেত্রে বেশ কিছু স্বাস্থ্য সমস্যা দূর হয়। এসব সমস্যার মধ্যে রয়েছে যৌনকর্মের সময় লাবিয়ায় ব্যথা অনুভব করা, ঘাম হওয়া, অস্বস্তি অনুভূতি এবং সংক্রমণ।নতুন মায়েদের যোনিপথের লাবিয়া সম্প্রসারিত হয়ে যায়। এ সময় তাদের পোশাক পড়া থেকে শুরু করে চলাফেরায় নানা সমস্যার সম্মুখীন হতে হয়। তবে নারীদের বয়স, জিনগত বৈশিষ্ট্য, জাত এবং অন্যান্য কিছু শর্তের ভিত্তিতে লাবিয়ায় নানা সমস্যা দেখা দিতে পারে।

এই সমস্যা থেতে মুক্তি পেতে যারা ভ্যাজাইনাল রিজুভিনেশন চিকিৎসা নেবেন, চিকিৎসক তাদেরকে সার্জারির পাশাপাশি দারুণ এক কনসালটেন্সি দেবেন। এতে আপনার দুশ্চিন্তা ও ভয় সব দূর হয়ে যাবে।

"ভ্যাজাইনাল রিজুভিনেশন ট্রিটমেন্ট" - যা নারীর হারানো যৌবন ফিরিয়ে দিবে ডাক্তার আবুল হাসান 5 of 5
সম্প্রতি 'হিন্দুস্তান টাইমস' নারীর হারানো যৌবন ফিরে পাওয়ার চিকিৎসা সম্পর্কে এক গবেষণাপত্র প্রকাশ করেছে। যা দেশ এবং বিদেশের আরো অনে...

সকল আপডেট পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের সাথে।

ডাঃ হাসান (ডিএইচএমএস, পিডিটি - বিএইচএমসি, ঢাকা)

বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, ঢাকা

যৌন ও স্ত্রীরোগ, চর্মরোগ, কিডনি রোগ, হেপাটাইটিস, লিভার ক্যান্সার, লিভার সিরোসিস, পাইলস, IBS, পুরাতন আমাশয়সহ সকল ক্রনিক রোগে হোমিও চিকিৎসা নিন।

১০৬ দক্ষিন যাত্রাবাড়ী, শহীদ ফারুক রোড, ঢাকা ১২০৪, বাংলাদেশ
ফোন :- ০১৭২৭-৩৮২৬৭১ এবং ০১৯২২-৪৩৭৪৩৫
ইমেইল:adhunikhomeopathy@gmail.com
স্বাস্থ্য পরামর্শের জন্য যেকোন সময় নির্দিধায় এবং নিঃসংকোচে যোগাযোগ করুন।

পুরুষদের যৌন সমস্যার কার্যকর চিকিৎসা

  • শুক্রতারল্য এবং অকাল বা দ্রুত বীর্যপাত
  • প্রস্রাবের সাথে ধাতু ক্ষয়, প্রস্রাবে জ্বালাপোড়া
  • পায়খানার সময় কুন্থনে বীর্যপাত
  • পুরুষাঙ্গ দুর্বল বা নিস্তেজ এবং বিবাহভীতি
  • রতিশক্তির দুর্বলতা এবং দ্রুত বীর্যপাত সমস্যা
  • বিবাহপূর্ব হস্তমৈথন ও এর কুফল
  • অতিরিক্ত স্বপ্নদোষ সমস্যা
  • বিবাহিত পুরুষদের যৌন শিথিলতা
  • অতিরিক্ত শুক্রক্ষয় হেতু ধ্বজভঙ্গ
  • উত্তেজনা কালে লিঙ্গের শৈথিল্য
  • সহবাসকালে লিঙ্গ শক্ত হয় না
  • স্ত্রী সহবাসে পুরুপুরি অক্ষম

স্ত্রীরোগ সমূহের কার্যকর হোমিও চিকিৎসা

  • নারীদের ওভারিয়ান ক্যান্সার
  • জরায়ুর ইনফেকশন ও ক্যান্সার
  • নারীদের জরায়ুর এবং ওভারিয়ান সিস্ট
  • ফলিকুলার সিস্ট, করপাস লুটিয়াম সিস্ট
  • থেকা লুটেন, ডারময়েড, চকলেট সিস্ট
  • এন্ডোমেট্রোয়েড, হেমোরেজিক সিস্ট
  • পলিসিস্টিক ওভারি, সিস্ট এডিনোমা
  • সাদাস্রাব, প্রদর স্রাব, বন্ধ্যাত্ব
  • ফ্যালোপিয়ান টিউব ব্লক
  • জরায়ু নিচের দিকে নামা
  • নারীদের অনিয়মিত মাসিক
  • ব্রেস্ট টিউমার, ব্রেস্ট ক্যান্সার