যৌন ও স্ত্রীরোগ, চর্মরোগ, কিডনি রোগ, হেপাটাইটিস, লিভার ক্যান্সার, লিভার সিরোসিস, পাইলস, IBS, পুরাতন আমাশয়সহ সকল ক্রনিক রোগে হোমিও চিকিৎসা নিন। ডাঃ আবুল হাসান, পপুলার হোমিও হল, যাত্রাবাড়ী, ঢাকা। ফোন করুন:- ০১৭২৭-৩৮২৬৭১

মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৩

হারবাল চিকিৎসার নামে দেশব্যাপী অপচিকিৎসা প্রতারিত হচ্ছে বিশাল জনগোষ্ঠী

বাংলাদেশে ১৫ কোটি লোকের বাস। আর পাস করা ডাক্তার আছেন সাকুল্যে প্রায় চবি্বশ হাজার। দেশের মোট জনসংখ্যার শতকরা ৮৫ ভাগের বসবাস গ্রামাঞ্চলে। কিন্তু পাশ করা ডাক্তারদের শতকরা ৯০ ভাগই বিভিন্ন ব্যক্তিগত, সামাজিক ও আর্থিক কারণে বসবাস করেন শহরে। গ্রাম এবং শহরে লোকসংখ্যা ও ডাক্তারের অনুপাতে আকাশ পাতাল তফাৎ থাকলেও উন্নত দেশের তুলনায় এবং চাহিদা অনুসারে এদেশে ডাক্তারের সংখ্যা নগন্য।
হারবাল চিকিৎসার নামে দেশব্যাপী চলছে এক ধরণের অপচিকিৎসা। দেশের দরিদ্র ও অল্প শিক্ষিত এক বিশাল জনগোষ্ঠী প্রতিদিন এই অপচিকিৎসার শিকার হচ্ছেন। শহর ও তার আশেপাশের অলিগলিতে এ চিকিৎসার নামে হাজার হাজার কবিরাজী চিকিৎসা কেন্দ্র গড়ে উঠেছে। আধুনিক চিকিৎসার এবং চিকিৎসকের সুযোগ সুবিধার অসম বন্টন চিকিৎসা সেবার সংকট সৃষ্টি করেছে। গ্রাম বাংলার জনগণ এবং শহরাঞ্চলীয় লোকদের অর্থ সংকটে পাশ করা ডাক্তারদের চেম্বারে যাওয়া সম্ভব হয়না। দেশের এক বিশাল জনগোষ্ঠী প্রতিদিন হারবাল চিকিৎসার নামে অপচিকিৎসার শিকার হচ্ছেন। 

বিশেষজ্ঞদের মতে এলোপ্যাথিক চিকিৎসার পাশাপাশি বিকল্প চিকিৎসা পদ্ধতি বা অল্টারনেটিভ মেডিসিন বিশ্বের সর্বত্র স্বীকৃত। গাছ গাছড়ার ভেষজ চিকিৎসা থেকে শুরু করে আকুপাংচার ও অন্যান্য ব্যতিক্রমী চিকিৎসা বিভিন্ন দেশে চালু আছে। হোমিওপ্যাথি, আয়ুর্বেদি কিংবা ইউনানি পদ্ধতিতে চিকিৎসার জন্য অনেক দেশে সরকারি ভাবে হাসপাতালও প্রতিষ্ঠা করে দেয়া হয়। অথচ আমাদের দেশের অসাধু চক্র বিভিন্ন প্রলোভন দেখিয়ে ভেষজ বা হারবাল চিকিৎসার নামে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। যা দেশের আধুনিক ও বিজ্ঞান নির্ভর চিকিৎসা ব্যবস্থার জন্য হুমকি স্বরূপ। 

এ ভাবেই চিকিৎসার নামে চলছে প্রতারণা ও ঠকবাজি। প্রতারিত হচ্ছেন স্বল্প আয়ের মানুষজন। এসব দরিদ্র শ্রেণীর মানুষদের বুঝিয়ে ওষুধ ও ব্যবস্থাপত্র দেন ভুয়া বিভিন্ন ধরণের ডিগ্রীধারী চিকিৎসকরা। এ ওষুধ সেবন করার পর আরও অসুস্থ হয়ে পড়ছেন রোগীরা। সাধারণ মানুষের জীবন নিয়ে ছেলে খেলায় মেতে ওঠা এই চক্রটি দেশের বিভিন্ন স্থানে চালু করেছে চিকিৎসা কেন্দ্র। হারবাল চিকিৎসার নামে দেশব্যাপী অপচিকিৎসা অবিলম্বে বন্ধ করা প্রয়োজন।(তথ্য সুত্র : দৈনিক) করতোয়া

হারবাল চিকিৎসার নামে দেশব্যাপী অপচিকিৎসা প্রতারিত হচ্ছে বিশাল জনগোষ্ঠী ডাক্তার আবুল হাসান 5 of 5
বাংলাদেশে ১৫ কোটি লোকের বাস। আর পাস করা ডাক্তার আছেন সাকুল্যে প্রায় চবি্বশ হাজার। দেশের মোট জনসংখ্যার শতকরা ৮৫ ভাগের বসবাস গ্রামাঞ্চলে। ক...

সকল আপডেট পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের সাথে।

ডাঃ হাসান (ডিএইচএমএস, পিডিটি - বিএইচএমসি, ঢাকা)

বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, ঢাকা

যৌন ও স্ত্রীরোগ, চর্মরোগ, কিডনি রোগ, হেপাটাইটিস, লিভার ক্যান্সার, লিভার সিরোসিস, পাইলস, IBS, পুরাতন আমাশয়সহ সকল ক্রনিক রোগে হোমিও চিকিৎসা নিন।

১০৬ দক্ষিন যাত্রাবাড়ী, শহীদ ফারুক রোড, ঢাকা ১২০৪, বাংলাদেশ
ফোন :- ০১৭২৭-৩৮২৬৭১ এবং ০১৯২২-৪৩৭৪৩৫
ইমেইল:adhunikhomeopathy@gmail.com
স্বাস্থ্য পরামর্শের জন্য যেকোন সময় নির্দিধায় এবং নিঃসংকোচে যোগাযোগ করুন।

পুরুষদের যৌন সমস্যার কার্যকর চিকিৎসা

  • শুক্রতারল্য এবং অকাল বা দ্রুত বীর্যপাত
  • প্রস্রাবের সাথে ধাতু ক্ষয়, প্রস্রাবে জ্বালাপোড়া
  • পায়খানার সময় কুন্থনে বীর্যপাত
  • পুরুষাঙ্গ দুর্বল বা নিস্তেজ এবং বিবাহভীতি
  • রতিশক্তির দুর্বলতা এবং দ্রুত বীর্যপাত সমস্যা
  • বিবাহপূর্ব হস্তমৈথন ও এর কুফল
  • অতিরিক্ত স্বপ্নদোষ সমস্যা
  • বিবাহিত পুরুষদের যৌন শিথিলতা
  • অতিরিক্ত শুক্রক্ষয় হেতু ধ্বজভঙ্গ
  • উত্তেজনা কালে লিঙ্গের শৈথিল্য
  • সহবাসকালে লিঙ্গ শক্ত হয় না
  • স্ত্রী সহবাসে পুরুপুরি অক্ষম

স্ত্রীরোগ সমূহের কার্যকর হোমিও চিকিৎসা

  • নারীদের ওভারিয়ান ক্যান্সার
  • জরায়ুর ইনফেকশন ও ক্যান্সার
  • নারীদের জরায়ুর এবং ওভারিয়ান সিস্ট
  • ফলিকুলার সিস্ট, করপাস লুটিয়াম সিস্ট
  • থেকা লুটেন, ডারময়েড, চকলেট সিস্ট
  • এন্ডোমেট্রোয়েড, হেমোরেজিক সিস্ট
  • পলিসিস্টিক ওভারি, সিস্ট এডিনোমা
  • সাদাস্রাব, প্রদর স্রাব, বন্ধ্যাত্ব
  • ফ্যালোপিয়ান টিউব ব্লক
  • জরায়ু নিচের দিকে নামা
  • নারীদের অনিয়মিত মাসিক
  • ব্রেস্ট টিউমার, ব্রেস্ট ক্যান্সার