যৌন ও স্ত্রীরোগ, চর্মরোগ, কিডনি রোগ, হেপাটাইটিস, লিভার ক্যান্সার, লিভার সিরোসিস, পাইলস, IBS, পুরাতন আমাশয়সহ সকল ক্রনিক রোগে হোমিও চিকিৎসা নিন। ডাঃ আবুল হাসান, পপুলার হোমিও হল, যাত্রাবাড়ী, ঢাকা। ফোন করুন:- ০১৭২৭-৩৮২৬৭১

শুক্রবার, ৮ আগস্ট, ২০১৪

স্ত্রীরা স্বামীদের যে ভাবে যৌন মিলনে সাহস যোগাবেন

আগেই একটা আর্টিকেলে বলেছি সহবাস বা স্বামী- স্ত্রীর যৌন মিলন একার কোনো বিষয় নয়। এখানে একজনের তৃপ্তি পাওয়াটা অন্যজনের উপর নির্ভর করে। তাই স্বামী যেমন নানা কৌশলে স্ত্রীকে উত্তেজিত করে তুলবেন তেমনি স্ত্রীরাও সহবাসে স্বামীকে উত্সাহ যোগাবেন, দেখবেন আপনার স্বামীর যৌন সংক্রান্ত সকল মানুষিক সমস্যা গুলো দূর হয়ে গেছে এবং আনন্দময় হয়ে উঠেছে আপনাদের সাংসারিক জীবন। আর আপনরা আনন্দময় যৌন জীবন উপভোগ করুন এটাই আমাদের কামনা। আসুন এবার মূল বিষয়ে। আপনি অর্থাৎ স্ত্রীরা যা যা করতে পারেন :-
নিজেকে দোষী করবেন না। আপনার স্বামীর লিঙ্গের দৃঢতা অথবা যৌন অক্ষমতার সাথে আপনার কোন লেনাদেনা নেই। আপনার আত্মপীড়া তাকে আরো বেশি দুর্বল করবে যতটা সে এখন আছে। তাই এ ব্যাপারে অন্তত আল্লাহর দিকে তাকিয়ে সাবধান থাকুন। 

সাংসারিক জীবনটা হলো সারা জীবনের তাই আপনার স্বামীকে বুঝার চেষ্টা করুন, তবে অতি বেশি স্বার্থপর হবেন না। অনুমান করুন আপনি যখন অস্বস্তিতে পড়েন, যখন অপরিপুর্নতায় ভোগেন তখন আপনার কাছে কেমন লাগে? তাই আপনার স্বামীর উপর সমস্ত দোষ চাপিয়ে দিবেন না। আপনার সহানুভুতির হাত তার কাছে অতি মুল্যবান। বিষয়টি একবার ভেবে দেখবেন। 

স্বামীর ব্যক্তি স্বত্তা অথবা আপনাদের পারষ্পারিক সম্পর্ক বিবেচনা করবেন না এখনি। কারন সে হয়তো এ রকম কথা শুনার মানসিক অবস্থার মধ্যে নেই। সময় দিন – হয়তো সময়ই আপনাদের সম্পর্ক বদলে দিবে আবার।

সহবাসের সময় স্বামীর লিঙ্গকে উত্তেজিত করার জন্য উঠে পড়ে লাগবেন না। তাকে তার মত করে আপনাকে তৃপ্ত করতে বলুন। তার লিঙ্গকে অতটা গুরত্ব দিবেন না। সে আপনাকে চুমোয়, ছোয়ায় অথবা আলিঙ্গনে ভরিয়ে তুলোক এবং তাকে বুঝতে দিন তার লিঙ্গই আপনার কাছে সবকিছু নয়।

তাকে উৎসাহ যোগান। আপনার ছোট্র একটি সুন্দর কথা আপনার স্বামীর মনে হয়তো সিংহের গর্জন তুলে দিবে । যদি সবকিছুতেও ভাল কোন ফল না পাওয়া যায় তাহলে চিকিত্সকের সরনাপন্ন হন। কোন সমস্যাই নিজেদের মধ্যে পোষে রাখবেন না। কারণ তা আপনার জীবনকে ক্রমাগত বিষন্ন করে তুলবে। ভালো থাকবেন সবাই 

স্ত্রীরা স্বামীদের যে ভাবে যৌন মিলনে সাহস যোগাবেন ডাক্তার আবুল হাসান 5 of 5
আগেই একটা আর্টিকেলে বলেছি সহবাস বা স্বামী- স্ত্রীর যৌন মিলন একার কোনো বিষয় নয়। এখানে একজনের তৃপ্তি পাওয়াটা অন্যজনের উপর নির্ভর করে। তাই স্...

সকল আপডেট পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের সাথে।

ডাঃ হাসান (ডিএইচএমএস, পিডিটি - বিএইচএমসি, ঢাকা)

বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, ঢাকা

যৌন ও স্ত্রীরোগ, চর্মরোগ, কিডনি রোগ, হেপাটাইটিস, লিভার ক্যান্সার, লিভার সিরোসিস, পাইলস, IBS, পুরাতন আমাশয়সহ সকল ক্রনিক রোগে হোমিও চিকিৎসা নিন।

১০৬ দক্ষিন যাত্রাবাড়ী, শহীদ ফারুক রোড, ঢাকা ১২০৪, বাংলাদেশ
ফোন :- ০১৭২৭-৩৮২৬৭১ এবং ০১৯২২-৪৩৭৪৩৫
ইমেইল:adhunikhomeopathy@gmail.com
স্বাস্থ্য পরামর্শের জন্য যেকোন সময় নির্দিধায় এবং নিঃসংকোচে যোগাযোগ করুন।

পুরুষদের যৌন সমস্যার কার্যকর চিকিৎসা

  • শুক্রতারল্য এবং অকাল বা দ্রুত বীর্যপাত
  • প্রস্রাবের সাথে ধাতু ক্ষয়, প্রস্রাবে জ্বালাপোড়া
  • পায়খানার সময় কুন্থনে বীর্যপাত
  • পুরুষাঙ্গ দুর্বল বা নিস্তেজ এবং বিবাহভীতি
  • রতিশক্তির দুর্বলতা এবং দ্রুত বীর্যপাত সমস্যা
  • বিবাহপূর্ব হস্তমৈথন ও এর কুফল
  • অতিরিক্ত স্বপ্নদোষ সমস্যা
  • বিবাহিত পুরুষদের যৌন শিথিলতা
  • অতিরিক্ত শুক্রক্ষয় হেতু ধ্বজভঙ্গ
  • উত্তেজনা কালে লিঙ্গের শৈথিল্য
  • সহবাসকালে লিঙ্গ শক্ত হয় না
  • স্ত্রী সহবাসে পুরুপুরি অক্ষম

স্ত্রীরোগ সমূহের কার্যকর হোমিও চিকিৎসা

  • নারীদের ওভারিয়ান ক্যান্সার
  • জরায়ুর ইনফেকশন ও ক্যান্সার
  • নারীদের জরায়ুর এবং ওভারিয়ান সিস্ট
  • ফলিকুলার সিস্ট, করপাস লুটিয়াম সিস্ট
  • থেকা লুটেন, ডারময়েড, চকলেট সিস্ট
  • এন্ডোমেট্রোয়েড, হেমোরেজিক সিস্ট
  • পলিসিস্টিক ওভারি, সিস্ট এডিনোমা
  • সাদাস্রাব, প্রদর স্রাব, বন্ধ্যাত্ব
  • ফ্যালোপিয়ান টিউব ব্লক
  • জরায়ু নিচের দিকে নামা
  • নারীদের অনিয়মিত মাসিক
  • ব্রেস্ট টিউমার, ব্রেস্ট ক্যান্সার