যৌন ও স্ত্রীরোগ, চর্মরোগ, কিডনি রোগ, হেপাটাইটিস, লিভার ক্যান্সার, লিভার সিরোসিস, পাইলস, IBS, পুরাতন আমাশয়সহ সকল ক্রনিক রোগে হোমিও চিকিৎসা নিন। ডাঃ আবুল হাসান, পপুলার হোমিও হল, যাত্রাবাড়ী, ঢাকা। ফোন করুন:- ০১৭২৭-৩৮২৬৭১

রবিবার, ৩১ আগস্ট, ২০১৪

জীবনসাথীর কৌমার্য্য থাকাটা জরুরী - জানেন কি ?

আশ্চর্যজনক কিন্তু এটি সত্য৷ হ্যাঁ, তথ্য দেখে এটা বলা যেতে পারে৷ ভারতে বিবাহের পূর্বে সেক্সের আনন্দ নেওয়ার পরও ৮০ শতাংশ পুরুষ ও মহিলা মনে করেন যে তাদের জীবনসাথী এমন হবে যাদের কৌমার্য রয়েছে৷ সাপ্তাহিক আউটলুক পত্রিকাতে প্রকাশিত সারা দেশের কিছু ছোট শহরে মহিলা ও পুরুষদের মধ্যে সেক্স সম্বন্ধীয় আচরণ ও অবধারণা সম্বন্ধে জানার জন্য করা এক সমীক্ষাতে এই তথ্য উঠে এসেছে৷
সমীক্ষা অনুসারে অবিবাহিত কিন্তু সেক্স সম্বন্ধে অনুভবী পুরুষ ও মহিলারা স্বীকার করেছেন যে তাদের বিবাহ যাদের সঙ্গে হবে তাদের অক্ষত কৌমার্য থাকা খুবই গুরুত্বপূর্ণ৷ কেবলমাত্র ৬ শতাংশ পুরুষ ও মহিলা মনে করেন অক্ষত কৌমার্য খুব বেশি মহত্বপূর্ণ নয়৷

সমীক্ষায় আরও উঠে এসেছে ভারতে এখনও বিবাহের পূর্বে শারীরিক সম্বন্ধ হয়েছে এটিকে গ্রহণ করা হয় না৷ ৬৬ শতাংশ পুরুষ ও ৮৯ শতাংশ মহিলা বিবাহের পূর্বে শারীরিক সম্বন্ধকে মান্যতা দেয় নি৷ কিন্তু ২৩ শতাংশ পুরুষ ও ৫ শতাংশ মহিলা এটিকে খারাপ চোখে নেয় নি৷

পুরুষ প্রধান সমাজে পুরুষ ছাড়াও মহিলারাও এটা স্বীকার করেন যে পত্নীদের সঙ্গে সেক্স নিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করা পুরুষদের অধিকার৷ ৭৫ শতাংশ পুরুষ ও মহিলা এটা স্বীকার করেছেন৷

সমীক্ষাতে আরও জানা গেছে আমাদের সমাজে সেক্সের শুরু করার অধিকার এখনও পুরুষদের অধিকারে৷ ৫৬ শতাংশ মহিলা জানিয়েছেন সেক্স নিয়ে শুরুটা তাদের পুরুষ সাথীই করে থাকে অন্যদিকে সেখানে ৩৯ শতাংশ মহিলা জানিয়েছেন সেটা তারা দুজনাই করে থাকেন৷

আর একটি মজাদার তথ্যও জানা গেছে যে ছোট শহরের ৯২ শতাংশ পুরুষ সেক্সের প্রথমে ফোরপ্লে করে সেখানে ৫৭ শতাংশ পুরুষের কাছে চুমু নেওয়া সবচেয়ে বেশি পছন্দের বিষয়৷

যে ছোট শহরগুলিতে সমীক্ষা করা হয়েছিল সেগুলি হল উত্তরে লুধিয়ানা ও মেরঠ, পশ্চিমে রাজকোট ও নাগপুর, পূর্বে দার্জিলিং ও কটক এবং দক্ষিণে পন্ডিচেরী ও কোয়েম্বাটুর৷

প্রত্যেকটি শহরে ২০-৪৫ বছরের আয়ুর মধ্যে ১০০ জন করে পুরুষ ও মহিলার মধ্যে এই সমীক্ষাটি করা হয়েছিল৷ তাতে আরও জানা গেছে ৬৫ শতাংশ মহিলা ও ৫৭ শতাংশ পুরুষ নিজেদের সেক্স জীবন নিয়ে সন্তুষ্ট৷

সমীক্ষায় উঠে এসেছে যে প্রথমবার সেক্স নিয়ে শারীরিক মিলন তারা কখন করেছে৷ জানা গেছে ৪ শতাংশ পুরুষ ও ২ শতাংশ মহিলা করেছেন ১৪-১৫ বছর বয়সের সময়, ১৪ শতাংশ পুরুষ ও ৬ শতাংশ মহিলা করেছেন ১৬-১৮ বছর বয়সের সময়, ১৮ শতাংশ পুরুষ ও ২৬ শতাংশ মহিলা করেছেন ১৯-২২ বছর বয়সের সময়৷

জীবনসাথীর কৌমার্য্য থাকাটা জরুরী - জানেন কি ? ডাক্তার আবুল হাসান 5 of 5
আশ্চর্যজনক কিন্তু এটি সত্য৷ হ্যাঁ, তথ্য দেখে এটা বলা যেতে পারে৷ ভারতে বিবাহের পূর্বে সেক্সের আনন্দ নেওয়ার পরও ৮০ শতাংশ পুরুষ ও মহিলা মনে ক...

সকল আপডেট পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের সাথে।

ডাঃ হাসান (ডিএইচএমএস, পিডিটি - বিএইচএমসি, ঢাকা)

বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, ঢাকা

যৌন ও স্ত্রীরোগ, চর্মরোগ, কিডনি রোগ, হেপাটাইটিস, লিভার ক্যান্সার, লিভার সিরোসিস, পাইলস, IBS, পুরাতন আমাশয়সহ সকল ক্রনিক রোগে হোমিও চিকিৎসা নিন।

১০৬ দক্ষিন যাত্রাবাড়ী, শহীদ ফারুক রোড, ঢাকা ১২০৪, বাংলাদেশ
ফোন :- ০১৭২৭-৩৮২৬৭১ এবং ০১৯২২-৪৩৭৪৩৫
ইমেইল:adhunikhomeopathy@gmail.com
স্বাস্থ্য পরামর্শের জন্য যেকোন সময় নির্দিধায় এবং নিঃসংকোচে যোগাযোগ করুন।

পুরুষদের যৌন সমস্যার কার্যকর চিকিৎসা

  • শুক্রতারল্য এবং অকাল বা দ্রুত বীর্যপাত
  • প্রস্রাবের সাথে ধাতু ক্ষয়, প্রস্রাবে জ্বালাপোড়া
  • পায়খানার সময় কুন্থনে বীর্যপাত
  • পুরুষাঙ্গ দুর্বল বা নিস্তেজ এবং বিবাহভীতি
  • রতিশক্তির দুর্বলতা এবং দ্রুত বীর্যপাত সমস্যা
  • বিবাহপূর্ব হস্তমৈথন ও এর কুফল
  • অতিরিক্ত স্বপ্নদোষ সমস্যা
  • বিবাহিত পুরুষদের যৌন শিথিলতা
  • অতিরিক্ত শুক্রক্ষয় হেতু ধ্বজভঙ্গ
  • উত্তেজনা কালে লিঙ্গের শৈথিল্য
  • সহবাসকালে লিঙ্গ শক্ত হয় না
  • স্ত্রী সহবাসে পুরুপুরি অক্ষম

স্ত্রীরোগ সমূহের কার্যকর হোমিও চিকিৎসা

  • নারীদের ওভারিয়ান ক্যান্সার
  • জরায়ুর ইনফেকশন ও ক্যান্সার
  • নারীদের জরায়ুর এবং ওভারিয়ান সিস্ট
  • ফলিকুলার সিস্ট, করপাস লুটিয়াম সিস্ট
  • থেকা লুটেন, ডারময়েড, চকলেট সিস্ট
  • এন্ডোমেট্রোয়েড, হেমোরেজিক সিস্ট
  • পলিসিস্টিক ওভারি, সিস্ট এডিনোমা
  • সাদাস্রাব, প্রদর স্রাব, বন্ধ্যাত্ব
  • ফ্যালোপিয়ান টিউব ব্লক
  • জরায়ু নিচের দিকে নামা
  • নারীদের অনিয়মিত মাসিক
  • ব্রেস্ট টিউমার, ব্রেস্ট ক্যান্সার