যৌন ও স্ত্রীরোগ, চর্মরোগ, কিডনি রোগ, হেপাটাইটিস, লিভার ক্যান্সার, লিভার সিরোসিস, পাইলস, IBS, পুরাতন আমাশয়সহ সকল ক্রনিক রোগে হোমিও চিকিৎসা নিন। ডাঃ আবুল হাসান, পপুলার হোমিও হল, যাত্রাবাড়ী, ঢাকা। ফোন করুন:- ০১৭২৭-৩৮২৬৭১

রবিবার, ১০ আগস্ট, ২০১৪

বীর্যহীন যৌনমিলন সমাপ্তি বা শুকনো যৌনমিলন পরিতৃপ্তি

বিষয়টা কেমন যেন মনে হচ্ছে তাই না। শুকনো যৌনমিলন পরিতৃপ্তি হচ্ছে এমন একটি পরিতৃপ্তি যাতে কোন প্রকার বীর্য নির্গত হয়না। শুষ্ক বীর্যস্থলন মানে পুরুষ বন্ধাত্ব অথবা পরিতৃপ্তি প্রাপ্তির অক্ষমতা নয়। এটি শুধুমাত্র বীর্যের অভাব থেকে হয়। এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে। এবার আসুন দেখা যাক কি কি কারণে এমনটি হতে পারে :-
শুকনো যৌনমিলন পরিতৃপ্তি কি কারনে হতে পারে:-
শুকনো যৌনমিলন পরিতৃপ্তি নানা শারীরিক কারনে হতে পারে। তবে শুকনো যৌনমিলন পরিতৃপ্তি এর অতি স্বাভাবিক কারনগুলোর মধ্যে আছে - 
  1. বিপরীতগামী বীর্যস্থলনের কারনে বীর্য মুত্রনালী হয়ে বাহিরে আসার পরিবর্তে যদি মুত্রথলির দিকে প্রবাহিত হয়। 
  2. অস্ত্রপ্রচারের কারনেমূত্রস্থলীর গ্রীবা সংলগ্ন গ্রন্থি অপসারিত হওয়া। 
  3. অস্ত্রপ্রচারের করনে মূত্রস্থলী অপসারিত হওয়া। 
  4. পেলভিক অঞ্চলে বেগুনী রশ্মি থেরাপী উচ্চশক্তিসম্পন্ন বা তেজস্ক্রিয় রশ্মি প্রয়োগ করে রোগের চিকিত্সা করা। 
শুকনো যৌনমিলন পরিতৃপ্তির চিকিৎসা :-
শুকনো যৌনমিলন পরিতৃপ্তি এর চিকিৎসা তার কারনের উপর নির্ভরশীল। তাই ভালো কোন হোমিওপ্যাথের সাথে কথা বলুন। 

স্বাভাবিক বীর্যস্থলনে প্রতিবার বীর্যের পরিমান:-
  1. ২০-৩০ বছর বয়সী পুরুষের বীর্যস্থলনে বীর্যের পরিমান প্রায় ৪ মিঃলিঃ। 
  2. ৩০-৫০ বছর বয়সী পুরুষের বীর্যস্থলনে বীর্যের পরিমান প্রায় ৩.৫ মিঃলিঃ। 
  3. ৫০-৭০ বছর বয়সী পুরুষের বীর্যস্থলনে বীর্যের পরিমান প্রায় ২ মিঃলিঃ। 
  4. ৭০ উর্দ্ধ পুরুষের বীর্যস্থলনে বীর্যের পরিমান ১ মিঃলিঃ এর মত। 
উপরে প্রদত্ত তথ্যগুলো “হিউম্যান রি-প্রোডাকশান” জার্নাল এর ২০০৩ এর ইস্যু ১৮ এর ৪৪৭-৫৪ নাম্বার পৃষ্ঠায় মুদ্রিত। প্রত্যেক বয়স সীমার পুরুষের মধ্যে অনেকে উল্ল্যেখিত মাত্রার চেয়ে অনেক বেশি কিংবা অনেক কম মাত্রায় বীর্য উৎপন্ন করতে পারেন হয়তো।

প্রোস্টেটিকটমি এর পর শুকনো যৌনমিলন পরিতৃপ্তি:-
প্রোস্টেট অস্ত্রপ্রচার তথা প্রোস্টেটিকটমিতে (প্রোস্টেট অপসারণ)  গ্রন্থি ও অন্ডকোষ অপসারনের পরও শুক্রাশয় শুক্রানু উৎপন্ন করে। যাইহোক, শুষ্ক বীর্যস্থলনের সময় শুক্রানু বাহিরে আসতে পারেনা এবং ফলশ্রুতিতে শরীর শুক্রানুগুলোকে পুনরায় শোষন করে নেয়।

বীর্যহীন যৌনমিলন সমাপ্তি বা শুকনো যৌনমিলন পরিতৃপ্তি ডাক্তার আবুল হাসান 5 of 5
বিষয়টা কেমন যেন মনে হচ্ছে তাই না। শুকনো যৌনমিলন পরিতৃপ্তি হচ্ছে এমন একটি পরিতৃপ্তি যাতে কোন প্রকার বীর্য নির্গত হয়না। শুষ্ক বীর্যস্থলন মান...

সকল আপডেট পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের সাথে।

ডাঃ হাসান (ডিএইচএমএস, পিডিটি - বিএইচএমসি, ঢাকা)

বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, ঢাকা

যৌন ও স্ত্রীরোগ, চর্মরোগ, কিডনি রোগ, হেপাটাইটিস, লিভার ক্যান্সার, লিভার সিরোসিস, পাইলস, IBS, পুরাতন আমাশয়সহ সকল ক্রনিক রোগে হোমিও চিকিৎসা নিন।

১০৬ দক্ষিন যাত্রাবাড়ী, শহীদ ফারুক রোড, ঢাকা ১২০৪, বাংলাদেশ
ফোন :- ০১৭২৭-৩৮২৬৭১ এবং ০১৯২২-৪৩৭৪৩৫
ইমেইল:adhunikhomeopathy@gmail.com
স্বাস্থ্য পরামর্শের জন্য যেকোন সময় নির্দিধায় এবং নিঃসংকোচে যোগাযোগ করুন।

পুরুষদের যৌন সমস্যার কার্যকর চিকিৎসা

  • শুক্রতারল্য এবং অকাল বা দ্রুত বীর্যপাত
  • প্রস্রাবের সাথে ধাতু ক্ষয়, প্রস্রাবে জ্বালাপোড়া
  • পায়খানার সময় কুন্থনে বীর্যপাত
  • পুরুষাঙ্গ দুর্বল বা নিস্তেজ এবং বিবাহভীতি
  • রতিশক্তির দুর্বলতা এবং দ্রুত বীর্যপাত সমস্যা
  • বিবাহপূর্ব হস্তমৈথন ও এর কুফল
  • অতিরিক্ত স্বপ্নদোষ সমস্যা
  • বিবাহিত পুরুষদের যৌন শিথিলতা
  • অতিরিক্ত শুক্রক্ষয় হেতু ধ্বজভঙ্গ
  • উত্তেজনা কালে লিঙ্গের শৈথিল্য
  • সহবাসকালে লিঙ্গ শক্ত হয় না
  • স্ত্রী সহবাসে পুরুপুরি অক্ষম

স্ত্রীরোগ সমূহের কার্যকর হোমিও চিকিৎসা

  • নারীদের ওভারিয়ান ক্যান্সার
  • জরায়ুর ইনফেকশন ও ক্যান্সার
  • নারীদের জরায়ুর এবং ওভারিয়ান সিস্ট
  • ফলিকুলার সিস্ট, করপাস লুটিয়াম সিস্ট
  • থেকা লুটেন, ডারময়েড, চকলেট সিস্ট
  • এন্ডোমেট্রোয়েড, হেমোরেজিক সিস্ট
  • পলিসিস্টিক ওভারি, সিস্ট এডিনোমা
  • সাদাস্রাব, প্রদর স্রাব, বন্ধ্যাত্ব
  • ফ্যালোপিয়ান টিউব ব্লক
  • জরায়ু নিচের দিকে নামা
  • নারীদের অনিয়মিত মাসিক
  • ব্রেস্ট টিউমার, ব্রেস্ট ক্যান্সার