যৌন ও স্ত্রীরোগ, চর্মরোগ, কিডনি রোগ, হেপাটাইটিস, লিভার ক্যান্সার, লিভার সিরোসিস, পাইলস, IBS, পুরাতন আমাশয়সহ সকল ক্রনিক রোগে হোমিও চিকিৎসা নিন। ডাঃ আবুল হাসান, পপুলার হোমিও হল, যাত্রাবাড়ী, ঢাকা। ফোন করুন:- ০১৭২৭-৩৮২৬৭১

শনিবার, ৩০ আগস্ট, ২০১৪

লিঙ্গ দিযে সাদা আঠালো পানি আসে, উওজনা কম, লিঙ্গ ছোট

প্রশ্ন :- স্যার, আমার কিছু রোগ হযেছে আমি আপনারকে অনুরোধ করছি কি করলে ভালো হবে। আমার একটু Sex অনুভব হলে এবং প্রেমিকার সাথে ভালো কথা বললে ও আমার লিঙ্গ দিযে সাদা আঠালো পানি আসে এবং এর জন্য আমার উওজনা ও sex কম এবং লিঙ্গ ছোট হযেছে। বযস ২২
প্রশ্নটি করেছেন আমাদের ফেইসবুক ফ্যান পেইজে। প্রশ্ন কর্তাকে অনেক ধন্যবাদ এই জন্যে যে, তার এই প্রশ্নের করনে অনেক তরুণ যুবক উপকৃত হবেন। কারণ এই ধরনের চিন্তা ভাবনা আমাদের দেশের লাখ লাখ তরুনদের মনে প্রতিনিয়ত ঘোরপাক খাচ্ছে। কারণ উপযুক্ত যৌন শিক্ষাটা আমাদের দেশের তরুণরা একেবারেই পায় না বললেই চলে। 

অনলাইনে যে কয়টা দেখবেন তারা আবার যৌন শিক্ষার নামে অশ্লীল গল্পের (চটি) সাইট খুলে যুবকদের চরিত্র নষ্ঠ করে চলছে দিন দিন। ঐসব ইতর শ্রেনীর লোকদের জন্যই আজ আমাদের দেশের যুবকরা নানা যৌন অনাচারে লিপ্ত হয়ে নিজের অজান্তেই তাদের যৌন জীবন বিপর্যস্থ করে তুলছে। তাই ঐসব অশ্লীল গল্পের (চটি) ব্লগগুলির অ্যাডমিনরা জেনে রাখুন উপরে আল্লাহ আছেন। লাখ লাখ তরুণদের বিপদগামী করার জন্য আর আপনাদের এইসব নোংরা কাজের কারণে শত শত সংসার ধ্বংস করার জন্য অন্তত কোনো সময় জাহান্নাম থেকে মুক্তির আশা করবেন না। তাই ঐসব অশ্লীল গল্পের (চটি) সাইটগুলি নিজ উদ্যোগে বন্ধ করে আল্লাহর কাছে আজই তাওবা করুন। এবার আসুন প্রশ্নটার দিকে যাই :-

উত্তর :- 
লিঙ্গ দিযে সাদা আঠালো পানি আসা :-
যৌন চিন্তার ফলে লিঙ্গ দিযে সাদা আঠালো পানি (যাকে কামরস ও বলা হয়) আসাটা অস্বাভাবিক কিছু নয়। আপনারা এটা জানেন যে, পুরুষদের প্রস্রাবের পথ আর প্রজননতন্ত্র একই। প্রস্রাব অম্লীয় প্রকৃতির। যার কারণে বীর্য বের হওয়ার সময় যাতে অম্লীয় পরিবেশের কারণে শুক্রানু নষ্ট হতে যেতে না পারে তার জন্য এই পদার্থটি আল্লাহ পাক বের হওয়ার বেবস্থা করে দিয়েছেন।যাতে অম্লীয় ভাবটা দূর হয়ে যায়।  তবে যদি বেশি বেশি হয়ে থাকে তাহলে হয়ত কিছুটা সমস্যা থাকতে পারে। তখন আপনার হোমিওপ্যাথের সাথে যোগাযোগ করা উচিত কারণ এ ব্যাপারে হয়ত আরো কিছু জানার দরকার হতে পারে। 

এবার আসুন আপনার পেনিসের প্রসঙ্গে :-
আপনার লিঙ্গ ছোট হয়ে যায় নি, এটা আপনার মনের ভুল। লিঙ্গ প্রাকৃতিক ভাবে ছোট বা বড় হয়ে যেতে পারে না। নিয়মিত দুধ, ডিম, মধু খেয়ে যান আপনার উত্তেজনা ঠিক হয়ে যাবে। তখন দেখবেন আপনার লিঙ্গ আপনার কাছে ঠিকই মনে হচ্ছে। আর Masturbation এর অভ্যাস থাকলে আজই পরিত্যাগ করুন। আশা করি এ বিষয়ে আর কোনো হীনমন্যতায় ভুগবেন না। ধন্যবাদ। তথ্যসুত্র (ক্রেডিট লিংক) :  - আধুনিক হোমিওপ্যাথি

লিঙ্গ দিযে সাদা আঠালো পানি আসে, উওজনা কম, লিঙ্গ ছোট ডাক্তার আবুল হাসান 5 of 5
প্রশ্ন  :- স্যার, আমার কিছু রোগ হযেছে আমি আপনারকে অনুরোধ করছি কি করলে ভালো হবে। আমার একটু Sex অনুভব হলে এবং প্রেমিকার সাথে ভালো কথা বললে ও...

সকল আপডেট পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের সাথে।

ডাঃ হাসান (ডিএইচএমএস, পিডিটি - বিএইচএমসি, ঢাকা)

বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, ঢাকা

যৌন ও স্ত্রীরোগ, চর্মরোগ, কিডনি রোগ, হেপাটাইটিস, লিভার ক্যান্সার, লিভার সিরোসিস, পাইলস, IBS, পুরাতন আমাশয়সহ সকল ক্রনিক রোগে হোমিও চিকিৎসা নিন।

১০৬ দক্ষিন যাত্রাবাড়ী, শহীদ ফারুক রোড, ঢাকা ১২০৪, বাংলাদেশ
ফোন :- ০১৭২৭-৩৮২৬৭১ এবং ০১৯২২-৪৩৭৪৩৫
ইমেইল:adhunikhomeopathy@gmail.com
স্বাস্থ্য পরামর্শের জন্য যেকোন সময় নির্দিধায় এবং নিঃসংকোচে যোগাযোগ করুন।

পুরুষদের যৌন সমস্যার কার্যকর চিকিৎসা

  • শুক্রতারল্য এবং অকাল বা দ্রুত বীর্যপাত
  • প্রস্রাবের সাথে ধাতু ক্ষয়, প্রস্রাবে জ্বালাপোড়া
  • পায়খানার সময় কুন্থনে বীর্যপাত
  • পুরুষাঙ্গ দুর্বল বা নিস্তেজ এবং বিবাহভীতি
  • রতিশক্তির দুর্বলতা এবং দ্রুত বীর্যপাত সমস্যা
  • বিবাহপূর্ব হস্তমৈথন ও এর কুফল
  • অতিরিক্ত স্বপ্নদোষ সমস্যা
  • বিবাহিত পুরুষদের যৌন শিথিলতা
  • অতিরিক্ত শুক্রক্ষয় হেতু ধ্বজভঙ্গ
  • উত্তেজনা কালে লিঙ্গের শৈথিল্য
  • সহবাসকালে লিঙ্গ শক্ত হয় না
  • স্ত্রী সহবাসে পুরুপুরি অক্ষম

স্ত্রীরোগ সমূহের কার্যকর হোমিও চিকিৎসা

  • নারীদের ওভারিয়ান ক্যান্সার
  • জরায়ুর ইনফেকশন ও ক্যান্সার
  • নারীদের জরায়ুর এবং ওভারিয়ান সিস্ট
  • ফলিকুলার সিস্ট, করপাস লুটিয়াম সিস্ট
  • থেকা লুটেন, ডারময়েড, চকলেট সিস্ট
  • এন্ডোমেট্রোয়েড, হেমোরেজিক সিস্ট
  • পলিসিস্টিক ওভারি, সিস্ট এডিনোমা
  • সাদাস্রাব, প্রদর স্রাব, বন্ধ্যাত্ব
  • ফ্যালোপিয়ান টিউব ব্লক
  • জরায়ু নিচের দিকে নামা
  • নারীদের অনিয়মিত মাসিক
  • ব্রেস্ট টিউমার, ব্রেস্ট ক্যান্সার