শুক্রবার, ২২ মার্চ, ২০১৩

অকাল বীর্যপাত

পুরুষ যদি উত্তেজনার শুরুতেই বীর্য ত্যাগ করে তবে তাকে অকাল বীর্যপাত বলে। নারীর সাথে দৈহিক মিলনের সময় পুরুষ নানা ভাবে নারীকে উত্তেজিত করে। এই সময় উভয়েই উভয়েই শরীর স্পর্শ করে এবং নানাভাবে আদর করে। অনেক পুরুষের এই সময়েই বীর্যপাত হয়ে যায়। এতে করে পরবর্তী যৌন উত্তেজনা আর তীব্র হয় না।
বিস্তারিত

যৌন মনোবিজ্ঞান - Sexual Psychology

প্রজনন জীবিত শরীরসমূহের আদিম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গসমূহের আধারভূত কার্য। তার যন্ত্রগুলো অত্যন্ত জটিল এবং আজও পর্যন্ত পূর্ণরূপে তা বুঝে ওঠা সম্ভব হয়নি। তা আবশ্যকরূপে যৌনতার সাথে সম্পৃক্ত নয় আর যৌনতা আবশ্যিকরূপে প্রজননের সাথে সম্পর্কিত নয়। তা সত্ত্বেও যৌনযন্ত্র তার সাথে সম্পর্কিত গৌণ যৌন লক্ষণগুলোর পূর্ণ বিকাশ শরীরের সাধারণ বিকাশের সমান যুগ্মগুলো অথবা প্রজনন কোষগুলো (Chromosome)-স্ত্রী দ্বারা প্রদত্ত ডিম্বাণু এবং পুরুষ দ্বারা প্রদত্ত শুক্রাণুর অক্ষুণ্নতার ওপর নির্ভরশীল।
বিস্তারিত

হস্তমৈথুন থেকে বাঁচার জন্য কিছু উপায়

মনে রাখবেন ইসলামের বিধি বিধান অনুসারে হস্তমৈথুন করা মহা পাপ। অভ্যাসটা একসময় ভয়াবহ যৌন দুর্বলতা এবং অধিকাংশ ক্ষেত্রে দ্রুত বীর্যপাত সমস্যার জন্ম দেয়। তাই হস্তমৈথুন যদি আপনার অভ্যাস এ পরিনত হয় তাহলে ত্যাগ করার জন্য নিচের পদ্ধতি গুলো অনুসরণ করুন এবং তার সাথে প্রপার হোমিও ট্রিটমেন্ট নিন।
বিস্তারিত

নারীর কাম উত্তেজনা ও তৃপ্তি

আপনি হয়ত জেনে থাকবেন যে নারীর কাম উত্তেজনা দ্রুত কি ভাবে বৃদ্ধি করা যায় সে বিষয়েও কামশাস্ত্রে আলোচনা করা হয়েছে। নিম্নলিখিত উপায়গুলি অবলম্বন করলে দ্রু নারীর কাম উত্তেজনা বৃদ্ধি পায়। তা হলোঃ-
বিস্তারিত

কিভাবে আপনার স্ত্রীকে দ্রুত তৃপ্তি দিবেন

বিয়ের আগে অনেকই এই বিষয়টা নিয়া ভাবতে পারেন কিন্ত বিয়ের পর হয়ত প্রবল ভাবে অনুভব করে থাকেন। বিবাহিতরা হয়ত নিজেরাই অনেক পদ্ধতি আবিষ্কার করে ফেলেন নিয়মিত স্ত্রীর সাথে সহবাস করার কারণে। তাই অবিবাহিতরা অন্তত নিচের বিষয় গুলো জেনে রাখতে পারেন:-
বিস্তারিত

শুক্রবার, ৮ মার্চ, ২০১৩

নারীরা কেন যৌন মিলনে আগ্রহী হয় !!!

নক্রিয়ার যে কারণগুলো স্বাভাবিক বলে পরিগণিত হয় সেগুলো হচ্ছে ভালবাসা/রোমান্সের প্রভাবে আবেগতাড়িত হয়ে,আনন্দলাভের উদ্দেশ্যে, সন্তানলাভের আশায় ইত্যাদি। কিন্তু এগুলো ছাড়াও আরো অনেক বিচিত্র্য উদ্দেশ্যে মানুষ যৌনক্রিয়ায় লিপ্ত হয়। লক্ষ্যণীয়ভাবে, নারীদের যৌনক্রিয়ার কারণগুলো পুরুষদের চেয়ে অনেক বেশি বৈচিত্র্যময়।
বিস্তারিত