যৌন ও স্ত্রীরোগ, চর্মরোগ, কিডনি রোগ, হেপাটাইটিস, লিভার ক্যান্সার, লিভার সিরোসিস, পাইলস, IBS, পুরাতন আমাশয়সহ সকল ক্রনিক রোগে হোমিও চিকিৎসা নিন। ডাঃ আবুল হাসান, পপুলার হোমিও হল, যাত্রাবাড়ী, ঢাকা। ফোন করুন:- ০১৭২৭-৩৮২৬৭১

সোমবার, ৪ আগস্ট, ২০১৪

সঙ্গীর চোখই বলে দেবে ভালবাসা নাকি যৌনকাঙ্ক্ষা ?

আপনার সঙ্গীর চোখ দেখেই বুঝতে পারবেন সে কি চায়। চোখের ভাষা যদিও বুঝা খুব কঠিন তবুও চোখ সবসময় সত্যই প্রকাশ করে। আর তাই মানুষের চোখ যে সত্যিই ‘হৃদয়ের দর্পণ’ তা প্রমাণিত হলো নতুন এক গবেষণায়। ভালোবাসা নাকি শুধুই যৌনাকাঙ্ক্ষা চোখের দৃষ্টি থেকেই বোঝা যাবে কারো তার মনে কি রয়েছে- এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
অন্য মানুষের শরীরের কোন স্থানে আপনি তাকাচ্ছেন তা নির্ণয় করেই মনের এ অবস্থা বের করতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা। বিশেষ করে আপনি যদি কারো চোখ ও মুখের দিকে তাকান তাহলে বুঝতে হবে আপনার মনে ভালোবাসা রয়েছে। এছাড়া শরীরের অন্যান্য অংশের দিকে তাকালে আপনার যৌনাকাঙ্ক্ষার প্রতিফল ঘটে।
একজন মানুষ কোথায় তাকাচ্ছে, তার ওপর ভিত্তি করেই মনের এ অবস্থা নির্ণয় করা সম্ভব বলে জানিয়েছেন,ইউনিভার্সিটি অফ শিকাগোর বিজ্ঞানীরা এক গবেষণায়।

গবেষণাপত্রটির প্রধান লেখক এবং ইউশিকাগো হাই-পারফর্মেন্স ইলেক্ট্রিক্যাল নিউরো ইমেজিং ল্যাবরেটরির পরিচালক স্টেফানি ক্যাসিওপ্পো বলেন, ‘ভালোবাসার বিজ্ঞানের অতি সামান্য অংশই বর্তমানে বিজ্ঞান জানতে পেরেছে। তবে প্রথম দর্শনে মানুষ কিভাবে ভালোবাসায় পতিত হয় এবং তাতে দেহ স্বয়ংক্রিভাবে কি ধরনের সাড়া দেয়; যেমন চোখের দৃষ্টি কোথায় থাকে -এসব ভালোবাসার অনুভূতির সঙ্গে আগন্তুকের প্রতি আকর্ষণের পার্থক্য সৃষ্টি করে।’

এ গবেষণায় ২০ জন পুরুষ ও নারী অংশ নিয়েছেন। গবেষক ক্যাসিওপ্পো এ ধরনের আরও গবেষণা করেছেন। তার আগের গবেষণাটি জার্নাল অফ সেক্সুয়াল মেডিসিনে প্রকাশিত হয়েছে।সর্বশেষ এ গবেষণার ফলাফল সাইকোলোজিক্যাল সায়েন্স জার্নালে প্রকাশিত হয়েছে

সঙ্গীর চোখই বলে দেবে ভালবাসা নাকি যৌনকাঙ্ক্ষা ? ডাক্তার আবুল হাসান 5 of 5
আপনার সঙ্গীর চোখ দেখেই বুঝতে পারবেন সে কি চায়। চোখের ভাষা যদিও বুঝা খুব কঠিন তবুও চোখ সবসময় সত্যই প্রকাশ করে। আর তাই মানুষের চোখ যে সত্যিই...

সকল আপডেট পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের সাথে।

ডাঃ হাসান (ডিএইচএমএস, পিডিটি - বিএইচএমসি, ঢাকা)

বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, ঢাকা

যৌন ও স্ত্রীরোগ, চর্মরোগ, কিডনি রোগ, হেপাটাইটিস, লিভার ক্যান্সার, লিভার সিরোসিস, পাইলস, IBS, পুরাতন আমাশয়সহ সকল ক্রনিক রোগে হোমিও চিকিৎসা নিন।

১০৬ দক্ষিন যাত্রাবাড়ী, শহীদ ফারুক রোড, ঢাকা ১২০৪, বাংলাদেশ
ফোন :- ০১৭২৭-৩৮২৬৭১ এবং ০১৯২২-৪৩৭৪৩৫
ইমেইল:adhunikhomeopathy@gmail.com
স্বাস্থ্য পরামর্শের জন্য যেকোন সময় নির্দিধায় এবং নিঃসংকোচে যোগাযোগ করুন।

পুরুষদের যৌন সমস্যার কার্যকর চিকিৎসা

  • শুক্রতারল্য এবং অকাল বা দ্রুত বীর্যপাত
  • প্রস্রাবের সাথে ধাতু ক্ষয়, প্রস্রাবে জ্বালাপোড়া
  • পায়খানার সময় কুন্থনে বীর্যপাত
  • পুরুষাঙ্গ দুর্বল বা নিস্তেজ এবং বিবাহভীতি
  • রতিশক্তির দুর্বলতা এবং দ্রুত বীর্যপাত সমস্যা
  • বিবাহপূর্ব হস্তমৈথন ও এর কুফল
  • অতিরিক্ত স্বপ্নদোষ সমস্যা
  • বিবাহিত পুরুষদের যৌন শিথিলতা
  • অতিরিক্ত শুক্রক্ষয় হেতু ধ্বজভঙ্গ
  • উত্তেজনা কালে লিঙ্গের শৈথিল্য
  • সহবাসকালে লিঙ্গ শক্ত হয় না
  • স্ত্রী সহবাসে পুরুপুরি অক্ষম

স্ত্রীরোগ সমূহের কার্যকর হোমিও চিকিৎসা

  • নারীদের ওভারিয়ান ক্যান্সার
  • জরায়ুর ইনফেকশন ও ক্যান্সার
  • নারীদের জরায়ুর এবং ওভারিয়ান সিস্ট
  • ফলিকুলার সিস্ট, করপাস লুটিয়াম সিস্ট
  • থেকা লুটেন, ডারময়েড, চকলেট সিস্ট
  • এন্ডোমেট্রোয়েড, হেমোরেজিক সিস্ট
  • পলিসিস্টিক ওভারি, সিস্ট এডিনোমা
  • সাদাস্রাব, প্রদর স্রাব, বন্ধ্যাত্ব
  • ফ্যালোপিয়ান টিউব ব্লক
  • জরায়ু নিচের দিকে নামা
  • নারীদের অনিয়মিত মাসিক
  • ব্রেস্ট টিউমার, ব্রেস্ট ক্যান্সার