হবিগঞ্জ শহরে প্রতারক ও ভূয়া ডাক্তারদের অভয়াশ্রম গড়ে উঠেছে। বিভিন্ন চিকিৎসার নামে এসব প্রতারকরা সাধারণ মানুষকে সর্বস্বান- করছে। অনেকেই টাকা-পয়সা হারিয়ে জটিল রোগে আক্রান- হয়ে মৃত্যুপথযাত্রী হয়েছেন। চটকদার লিফলেট ও বিজ্ঞাপন দিয়ে প্রকাশ্যে প্রতারণা চালাচ্ছে সংঘবদ্ধ চক্র। ভাড়াটে লোক দিয়ে চিকিৎসার নাটক বানিয়ে ইলেকট্রনিক্স মিডিয়ায় বিজ্ঞাপন প্রচার করে সহজ সরল মানুষদের আকৃষ্ট করা হচ্ছে।
খোদ জেলা শহরের উপর এসব অপকর্ম হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রহস্যজনক কারণে নীরব ভূমিকা পালন করছেন। ভ্রাম্যমান আদালতের অভিযানের ফলে প্রতারিত হারবাল চিকিৎসকদের দৌরাত্ম কিছুটা প্রশমিত হলেও হোমিও চিকিৎসার নামে প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে। হবিগঞ্জ শহরে জার্মান হোমিও কমপ্লেক্স ও মেডিকেল সেন্টার, আমেরিকান হোমিও কমপ্লেক্স, প্যারিস হোমিও কমপ্লেক্স ইত্যাদি সাইনবোর্ড দিয়ে চটকদার বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে। ১০০% গ্যারান্টি দিয়ে জটিল রোগের চিকিৎসার কথা বলে সাধারণ মানুষকে হয়রাণী করা হচ্ছে।
গোপন যৌন রোগে আক্রান- রোগীদের নিয়ে যাওয়া হচ্ছে এসব চিকিৎসা কেন্দ্রে। কমিশন ভিত্তিতে নিয়োজিত দালালরা গ্রামগঞ্জ থেকে রোগী সংগ্রহ করে নিয়ে আসছে প্রতারক ভূয়া ডাক্তারদের কাছে। এখানে এনে পরীক্ষা-নিরীক্ষার নাটক সাজিয়ে বিদেশী ঔষধের লেবেল লাগানো কৌটা ও বোতল তাদের হাতে ধরিয়ে দেয়। এসব ঔষধ সেবন করে আরোগ্য লাভতো দূরের কথা উল্টো নানা জটিল রোগের প্রাদুর্ভাব ঘটে রোগীদের দেহে। কোন কোন রোগী ওইসব প্রতারকদের চেম্বারে এসে প্রতিবাদ করলে উল্টো নাজেহাল হতে হয় তাদের।
এমনি এক প্রতারক ভূয়া ডাক্তারের স্মরনাপন্ হয়ে প্রতারিত হয়েছেন মসজিদের এক ইমাম। হবিগঞ্জ শহরের শায়েস্থানগর এলাকায় একটি আলিশান বাড়িতে জার্মানী হোমিও কমপ্লেক্স নামের এক চিকিৎসা কেন্দ্রের সন্ধান মিলেছে। নড়াইল জেলার কালিয়া উপজেলার মাধবপাশা গ্রামের বাসিন্দা সাবিহা ও তার কথিত স্বামী মুসলিম আলী এ চিকিৎসা কেন্দ্রের কর্ণধার। তারা দুইজনই ডাক্তার পদবী ব্যবহার করছেন। চিকিৎসা শাস্ত্রের কি সনদ আছে একথা জানতে চাইলে সাবিহা জানান, ৪ বছর আগে হবিগঞ্জে নার্সের চাকুরী করতেন তিনি। তার স্মামী মুসলিম আলী একটি ক্লিনিকের সুপারভাইজার ছিলেন। এ সুবাদে তারা ডাক্তার হয়েছেন। হবিগঞ্জে চাকুরী করার সময়ে সাবিহা বুঝতে পেরেছিলেন এখানে যৌন রোগীর সংখ্যা বেশি। এ কারণেই তিনি ও তার স্বামী হবিগঞ্জ শহরে এসে যৌন রোগের চিকিৎসা করছেন।
হবিগঞ্জ শহরে চাকুরীকালীন এক প্রভাবশালী নেতার সাথে তার সুসম্পর্ক গড়ে উঠে। তার ছত্রচ্ছায়ায় হবিগঞ্জ শহরে এসে রোগীদের সাথে প্রতারণা করছে সাবিহা। নিয়োজিত দালালদের দ্বারা রোগী সংগ্রহ করে তাদের সর্বনাশ করছে। সমপ্রতি যানবাহনে লিফলেট পেূেয় ব্রাহ্মণবাড়িয়া জেলার সিঙ্গারবিল বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ মামুন মিয়া ডাক্তার সাবিহা সুলতানার শরণাপন্ন হন। কথিত ডাক্তার সাবিহা ওই ইমামকে পরীক্ষা করে যৌন রোগ সারানোর জন্য বিদেশী লেবেল লাগানো এক বোতল ঔষধ দেন।
গ্যারান্টি দিয়ে ৫ হাজার টাকা রেখে তাকে বিদায় করেন। নববিবাহিত ইমাম যৌন রোগ থেকে মুক্তি না পেয়ে আরও দূর্বল হয়ে পড়েন। বিফল হয়ে ওই ইমাম সাবিহার চেম্বারে আসলে নিয়োজিত দালালরা তাকে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয়। প্রতারিত ইমাম জানান, এ ব্যাপারে আইনের আশ্রয় গ্রহণ করবেন তিনি। খোঁজ নিয়ে জানা যায়, সাবিহা ও তার স্বামীর চেম্বারে বিদেশী লেবেল লাগানো নানা উত্তেজক ঔষধ সাজিয়ে রাখা হয়েছে। (তথ্যসূত্র : অনলাইন )
সকল আপডেট পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের সাথে।
ডাঃ হাসান (ডিএইচএমএস, পিডিটি - বিএইচএমসি, ঢাকা)
বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, ঢাকাযৌন ও স্ত্রীরোগ, চর্মরোগ, কিডনি রোগ, হেপাটাইটিস, লিভার ক্যান্সার, লিভার সিরোসিস, পাইলস, IBS, পুরাতন আমাশয়সহ সকল ক্রনিক রোগে হোমিও চিকিৎসা নিন।
১০৬ দক্ষিন যাত্রাবাড়ী, শহীদ ফারুক রোড, ঢাকা ১২০৪, বাংলাদেশফোন :- ০১৭২৭-৩৮২৬৭১ এবং ০১৯২২-৪৩৭৪৩৫
ইমেইল:adhunikhomeopathy@gmail.com
স্বাস্থ্য পরামর্শের জন্য যেকোন সময় নির্দিধায় এবং নিঃসংকোচে যোগাযোগ করুন।
পুরুষদের যৌন সমস্যার কার্যকর চিকিৎসা
- শুক্রতারল্য এবং অকাল বা দ্রুত বীর্যপাত
- প্রস্রাবের সাথে ধাতু ক্ষয়, প্রস্রাবে জ্বালাপোড়া
- পায়খানার সময় কুন্থনে বীর্যপাত
- পুরুষাঙ্গ দুর্বল বা নিস্তেজ এবং বিবাহভীতি
- রতিশক্তির দুর্বলতা এবং দ্রুত বীর্যপাত সমস্যা
- বিবাহপূর্ব হস্তমৈথন ও এর কুফল
- অতিরিক্ত স্বপ্নদোষ সমস্যা
- বিবাহিত পুরুষদের যৌন শিথিলতা
- অতিরিক্ত শুক্রক্ষয় হেতু ধ্বজভঙ্গ
- উত্তেজনা কালে লিঙ্গের শৈথিল্য
- সহবাসকালে লিঙ্গ শক্ত হয় না
- স্ত্রী সহবাসে পুরুপুরি অক্ষম
স্ত্রীরোগ সমূহের কার্যকর হোমিও চিকিৎসা
- নারীদের ওভারিয়ান ক্যান্সার
- জরায়ুর ইনফেকশন ও ক্যান্সার
- নারীদের জরায়ুর এবং ওভারিয়ান সিস্ট
- ফলিকুলার সিস্ট, করপাস লুটিয়াম সিস্ট
- থেকা লুটেন, ডারময়েড, চকলেট সিস্ট
- এন্ডোমেট্রোয়েড, হেমোরেজিক সিস্ট
- পলিসিস্টিক ওভারি, সিস্ট এডিনোমা
- সাদাস্রাব, প্রদর স্রাব, বন্ধ্যাত্ব
- ফ্যালোপিয়ান টিউব ব্লক
- জরায়ু নিচের দিকে নামা
- নারীদের অনিয়মিত মাসিক
- ব্রেস্ট টিউমার, ব্রেস্ট ক্যান্সার