যৌন ও স্ত্রীরোগ, চর্মরোগ, কিডনি রোগ, হেপাটাইটিস, লিভার ক্যান্সার, লিভার সিরোসিস, পাইলস, IBS, পুরাতন আমাশয়সহ সকল ক্রনিক রোগে হোমিও চিকিৎসা নিন। ডাঃ আবুল হাসান, পপুলার হোমিও হল, যাত্রাবাড়ী, ঢাকা। ফোন করুন:- ০১৭২৭-৩৮২৬৭১

সোমবার, ৪ আগস্ট, ২০১৪

স্বামী-স্ত্রীর যৌন জীবন এবং সন্তান

বিয়ের পর প্রায় সকল দম্পতির ক্ষেত্রেই একটা বিষয় লক্ষ্য করা যায় আর সেটা হলো বিবাহিত জীবনের প্রথম দিনগুলো যেন একটু বেশি দ্রুততায় কেটে যায়। এরপর ভালোবাসার প্রতীক হয়ে জন্ম নেয় তাদের সন্তান। এসময় কোনো কোনো দম্পতির মধ্যকার অন্তরঙ্গ প্রেমময় মুহূর্তগুলো যেন হারিয়ে যেতে বসে।
বিশেষ করে দেখা যায় অনিয়মিত বা আড়ষ্ট হয়ে পড়ে অনেকেরই যৌন জীবন। পুরুষদের ক্ষেত্রেই সমস্যাটা বেশি লক্ষ্য করা যায় আমাদের সমাজে। কারণ সন্তানের জন্মের পর অনেক মহিলাই তাদের স্বামীর দিকে একেবারেই মনযোগ দেন না যদিও এটা করা অনুচিত। তাদের সার্বক্ষণিক চিন্তা-ভাবনা থাকে সন্তানকে ঘিরে। এতে করে স্বামী যে কেবল স্ত্রীর সান্নিধ্য থেকে বঞ্চিত হন তা নয়, স্বাভাবিক যৌন সম্পর্ক থেকে দূরে সরে যেতে হয় তাকে।

এদিকে, সন্তানের জন্মের পর প্রায় ৬ সপ্তাহ পর্যন্ত যৌনসঙ্গম থেকে স্বামী-স্ত্রীকে বিরত থাকতে নিষেধ করেন চিকিৎসকরা। অনেকেই মনে করেন, এ সময়টায় দাম্পত্য জীবনের উষ্ণতায় বাধা পড়ে থাকে। কিন্তু ডাক্তাররা বলছেন সম্পূর্ণ ভিন্ন কথা। তাদের মতে, সঙ্গম বা সহবাসই দাম্পত্য সম্পর্কের সবটুকু নয়, বরং এই সময়টাতেই সম্পর্ক সবচেয়ে বেশি গভীর হয়ে ওঠে। এ ব্যাপারে জেনে নেয়া যাক তাদের দেয়া  কিছু জরুরি পরামর্শ:
  • বিয়ের পর সন্তান জন্মের পরের প্রায় ৬ সপ্তাহ স্বামী-স্ত্রী মেতে উঠতে পারেন নির্ভেজাল আদরে।
  • এ সময় 'লাভ প্লে' তেই ব্যস্ত থাকুন কিছুটা সময়।
  • স্বাভাবিক প্রাকৃতিক নিয়মে মহিলারা এই সময় সহবাসে লিপ্ত হতে না পারলেও স্বামীর সাহায্য নিয়ে অনায়াসে মেলে ধরতে পারেন নিজের যৌনতা।
  • তবে 'ওরালসেক্স' থেকে নিজেদের বিরত রাখুন, কারণ এতে ভাইরাসের আক্রমণের স্ত্রী বা স্ত্রীর মাধ্যমে সন্তানের ক্ষতি হতে পারে।
  • পুরুষদের উচিত এ সময়টাতে নিজেকে যতটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। কারণ সদ্য জন্মানো শিশুটি বেশিরভাগ সময় কাটায় মায়ের কাছে।
  • আর পুরুষদের জন্য দরকারী পরামর্শটি হলো: যাই করবেন তা করুন আপনার স্ত্রীর সম্মতিতে। আর অবশ্যই নিয়মিত যোগাযোগ রাখতে হবে আপনার চিকিৎসকের সঙ্গে। ধন্যবাদ। 

স্বামী-স্ত্রীর যৌন জীবন এবং সন্তান ডাক্তার আবুল হাসান 5 of 5
বিয়ের পর প্রায় সকল দম্পতির ক্ষেত্রেই একটা বিষয় লক্ষ্য করা যায় আর সেটা হলো বিবাহিত জীবনের প্রথম দিনগুলো যেন একটু বেশি দ্রুততায় কেটে যায়। ...

সকল আপডেট পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের সাথে।

ডাঃ হাসান (ডিএইচএমএস, পিডিটি - বিএইচএমসি, ঢাকা)

বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, ঢাকা

যৌন ও স্ত্রীরোগ, চর্মরোগ, কিডনি রোগ, হেপাটাইটিস, লিভার ক্যান্সার, লিভার সিরোসিস, পাইলস, IBS, পুরাতন আমাশয়সহ সকল ক্রনিক রোগে হোমিও চিকিৎসা নিন।

১০৬ দক্ষিন যাত্রাবাড়ী, শহীদ ফারুক রোড, ঢাকা ১২০৪, বাংলাদেশ
ফোন :- ০১৭২৭-৩৮২৬৭১ এবং ০১৯২২-৪৩৭৪৩৫
ইমেইল:adhunikhomeopathy@gmail.com
স্বাস্থ্য পরামর্শের জন্য যেকোন সময় নির্দিধায় এবং নিঃসংকোচে যোগাযোগ করুন।

পুরুষদের যৌন সমস্যার কার্যকর চিকিৎসা

  • শুক্রতারল্য এবং অকাল বা দ্রুত বীর্যপাত
  • প্রস্রাবের সাথে ধাতু ক্ষয়, প্রস্রাবে জ্বালাপোড়া
  • পায়খানার সময় কুন্থনে বীর্যপাত
  • পুরুষাঙ্গ দুর্বল বা নিস্তেজ এবং বিবাহভীতি
  • রতিশক্তির দুর্বলতা এবং দ্রুত বীর্যপাত সমস্যা
  • বিবাহপূর্ব হস্তমৈথন ও এর কুফল
  • অতিরিক্ত স্বপ্নদোষ সমস্যা
  • বিবাহিত পুরুষদের যৌন শিথিলতা
  • অতিরিক্ত শুক্রক্ষয় হেতু ধ্বজভঙ্গ
  • উত্তেজনা কালে লিঙ্গের শৈথিল্য
  • সহবাসকালে লিঙ্গ শক্ত হয় না
  • স্ত্রী সহবাসে পুরুপুরি অক্ষম

স্ত্রীরোগ সমূহের কার্যকর হোমিও চিকিৎসা

  • নারীদের ওভারিয়ান ক্যান্সার
  • জরায়ুর ইনফেকশন ও ক্যান্সার
  • নারীদের জরায়ুর এবং ওভারিয়ান সিস্ট
  • ফলিকুলার সিস্ট, করপাস লুটিয়াম সিস্ট
  • থেকা লুটেন, ডারময়েড, চকলেট সিস্ট
  • এন্ডোমেট্রোয়েড, হেমোরেজিক সিস্ট
  • পলিসিস্টিক ওভারি, সিস্ট এডিনোমা
  • সাদাস্রাব, প্রদর স্রাব, বন্ধ্যাত্ব
  • ফ্যালোপিয়ান টিউব ব্লক
  • জরায়ু নিচের দিকে নামা
  • নারীদের অনিয়মিত মাসিক
  • ব্রেস্ট টিউমার, ব্রেস্ট ক্যান্সার