যৌন ও স্ত্রীরোগ, চর্মরোগ, কিডনি রোগ, হেপাটাইটিস, লিভার ক্যান্সার, লিভার সিরোসিস, পাইলস, IBS, পুরাতন আমাশয়সহ সকল ক্রনিক রোগে হোমিও চিকিৎসা নিন। ডাঃ আবুল হাসান, পপুলার হোমিও হল, যাত্রাবাড়ী, ঢাকা। ফোন করুন:- ০১৭২৭-৩৮২৬৭১

সোমবার, ১১ আগস্ট, ২০১৪

বয়স ভেদে নারীদের পছন্দনীয় পুরুষ !

বয়সের সাথে সাথে মানুষের রুচির পরিবর্তন ঘটে এমনি । তাই কোন বয়সে নারীরা কেমন পুরুষ সঙ্গী পছন্দ করে তার একটি জরিপ প্রকাশিত হয়েছে।যুক্তরাজ্যের নারীদের ওপর সম্প্রতি এ বিষয়ে একটা জরিপ পরিচালনা করেছে দেশটির একটি ম্যাচমেকিং ওয়েবসাইট। নারীরা কোন বয়সে সঙ্গী হিসেবে কেমন পুরুষ পছন্দ করেন, তা জানা যাচ্ছে ওই জরিপে। এক প্রতিবেদনে জরিপের ফল এবং এ বিষয়ে বিশেষজ্ঞদের মতামত তুলে ধরেছে টাইমস অব ইন্ডিয়া।
১৮ থেকে ২৪:-
এ বয়সীরা মাত্রই কৈশোর পেরিয়ে তারুণ্যে প্রবেশ করেন। সাধারণত শারীরিকভাবে আকর্ষণীয় পুরুষদের বেশি পছন্দ করেন এরা। আর এমন কাউকেই খুঁজে নেন যাকে অন্যদের সামনে সঙ্গী হিসেবে উপস্থাপনে স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং বন্ধুদের কাছেও যিনি গ্রহণযোগ্য হবেন। অর্থাৎ নিজের চাহিদার সঙ্গে সঙ্গে বন্ধুদের পছন্দকেও মূল্যায়ন করেন এ বয়সী নারীরা।

২৫ থেকে ৩৪:-
চব্বিশের কোঠা পেরোনোরা একটু দীর্ঘমেয়াদি সম্পর্ক প্রত্যাশা করেন। সেজন্যে তারা বয়সে তরুণ, উচ্চাভিলাষী, উচ্ছল এবং আকর্ষণীয় কাউকে সঙ্গী হিসেবে বেছে নিতে চান। এই বয়সের নারীরা দৈহিক সম্পর্কের বিষয়টিকেও যথেষ্টই গুরুত্ব দিয়ে বিবেচনা করেন। এখন অনেক নারীই এই বয়সে স্বাবলম্বী হয়ে যান বলে নিজেই পছন্দের মানুষের দৃষ্টি আকর্ষণে সক্রিয় থাকেন।

৩৫ থেকে ৪৪:-
এ বয়সে এসে কেউ কেউ ভাবতেই পারেন, জীবনের অর্ধেকটা সময় পার করা হয়ে গেছে। তাই যেসব পুরুষ প্রতিষ্ঠিত, স্থিতিশীল, সফল এবং অভিজ্ঞ তাদেরই পছন্দ করেন ৩৫ থেকে ৪৪ বছর বয়সী নারীরা। তাই এ বয়সী নারীর মন পেতে হলে আবেগের সঙ্গে থাকতে হবে ব্যক্তিগত ও সামাজিক প্রতিষ্ঠাও।

৪৫ থেকে ৫৪:-
এ বয়সে নারীর দৈহিক পরিবর্তনের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এ বয়সে এসে নারী আর ঋতুবতী থাকেন না বলে তাদের দেহের পাশাপাশি মনেও অনেক পরিবর্তন আসে। এই সময়ের নারীরা অনেক বেশি আত্মবিশ্বাসী এবং অভিজ্ঞ। এ সময়ে মানসিকভাবে প্রবল আকর্ষণ না থাকলে কেউ নতুন সঙ্গীর খোঁজে ঝুঁকি নিতে চাইবেন না। কারণ সামাজিক ভাবমূর্তি ও নিরাপত্তার বিষয়টি তাদের অনেক বেশিই গুরুত্বপূর্ণ।

৫৫ বছরের ওপরে:-
জীবনের দুঃখ-কষ্ট কিংবা হাসি-আনন্দের কথা ভাগাভাগি করে নেওয়া যায় এমন কাউকেই বেছে নেন এরা। এ ক্ষেত্রে বুদ্ধিমান ও ব্যক্তিত্ববান কাউকেই সঙ্গী হিসেবে বেছে নিতে চান তারা। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ৫৫ বছর পার করেও এরা জীবনের সর্বোচ্চ ধাপে দাঁড়াতে চান।

বয়স ভেদে নারীদের পছন্দনীয় পুরুষ ! ডাক্তার আবুল হাসান 5 of 5
বয়সের সাথে সাথে মানুষের রুচির পরিবর্তন ঘটে এমনি । তাই কোন বয়সে নারীরা কেমন পুরুষ সঙ্গী পছন্দ করে তার একটি জরিপ প্রকাশিত হয়েছে।যুক্তরাজ্যের...

সকল আপডেট পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের সাথে।

ডাঃ হাসান (ডিএইচএমএস, পিডিটি - বিএইচএমসি, ঢাকা)

বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, ঢাকা

যৌন ও স্ত্রীরোগ, চর্মরোগ, কিডনি রোগ, হেপাটাইটিস, লিভার ক্যান্সার, লিভার সিরোসিস, পাইলস, IBS, পুরাতন আমাশয়সহ সকল ক্রনিক রোগে হোমিও চিকিৎসা নিন।

১০৬ দক্ষিন যাত্রাবাড়ী, শহীদ ফারুক রোড, ঢাকা ১২০৪, বাংলাদেশ
ফোন :- ০১৭২৭-৩৮২৬৭১ এবং ০১৯২২-৪৩৭৪৩৫
ইমেইল:adhunikhomeopathy@gmail.com
স্বাস্থ্য পরামর্শের জন্য যেকোন সময় নির্দিধায় এবং নিঃসংকোচে যোগাযোগ করুন।

পুরুষদের যৌন সমস্যার কার্যকর চিকিৎসা

  • শুক্রতারল্য এবং অকাল বা দ্রুত বীর্যপাত
  • প্রস্রাবের সাথে ধাতু ক্ষয়, প্রস্রাবে জ্বালাপোড়া
  • পায়খানার সময় কুন্থনে বীর্যপাত
  • পুরুষাঙ্গ দুর্বল বা নিস্তেজ এবং বিবাহভীতি
  • রতিশক্তির দুর্বলতা এবং দ্রুত বীর্যপাত সমস্যা
  • বিবাহপূর্ব হস্তমৈথন ও এর কুফল
  • অতিরিক্ত স্বপ্নদোষ সমস্যা
  • বিবাহিত পুরুষদের যৌন শিথিলতা
  • অতিরিক্ত শুক্রক্ষয় হেতু ধ্বজভঙ্গ
  • উত্তেজনা কালে লিঙ্গের শৈথিল্য
  • সহবাসকালে লিঙ্গ শক্ত হয় না
  • স্ত্রী সহবাসে পুরুপুরি অক্ষম

স্ত্রীরোগ সমূহের কার্যকর হোমিও চিকিৎসা

  • নারীদের ওভারিয়ান ক্যান্সার
  • জরায়ুর ইনফেকশন ও ক্যান্সার
  • নারীদের জরায়ুর এবং ওভারিয়ান সিস্ট
  • ফলিকুলার সিস্ট, করপাস লুটিয়াম সিস্ট
  • থেকা লুটেন, ডারময়েড, চকলেট সিস্ট
  • এন্ডোমেট্রোয়েড, হেমোরেজিক সিস্ট
  • পলিসিস্টিক ওভারি, সিস্ট এডিনোমা
  • সাদাস্রাব, প্রদর স্রাব, বন্ধ্যাত্ব
  • ফ্যালোপিয়ান টিউব ব্লক
  • জরায়ু নিচের দিকে নামা
  • নারীদের অনিয়মিত মাসিক
  • ব্রেস্ট টিউমার, ব্রেস্ট ক্যান্সার