যৌন ও স্ত্রীরোগ, চর্মরোগ, কিডনি রোগ, হেপাটাইটিস, লিভার ক্যান্সার, লিভার সিরোসিস, পাইলস, IBS, পুরাতন আমাশয়সহ সকল ক্রনিক রোগে হোমিও চিকিৎসা নিন। ডাঃ আবুল হাসান, পপুলার হোমিও হল, যাত্রাবাড়ী, ঢাকা। ফোন করুন:- ০১৭২৭-৩৮২৬৭১

মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৩

টিভি খুললেই অশ্লীল বিজ্ঞাপনে বিব্রত দর্শক

বিনোদনের অন্যতম উপকরণ টিভি। আর তা খুলতেই অশ্লীল বিজ্ঞাপনে বিব্রত দর্শক। এটা টিভি চ্যানেল না হলেও অনুমোদনহীন দর্শকদের আকৃষ্ট করা ক্যাবল নেটওয়ার্কদের বাণিজ্যিক ভিডিও চ্যানেলের বিজ্ঞাপন প্রচারণা। এ প্রচারণায় দেয়া হয় না সরকারি কর। এদের বিরুদ্ধে অভিযোগ করেও প্রতিকার পাচ্ছেন না দর্শক গ্রাহকরা। অনুমোদনহীন চ্যানেলে দর্শকদের আকৃষ্ট করতে ক্যাবল নেটওয়ার্কদের সিন্ডিকেট প্রশাসন কর্তৃক মাসোয়ারায় লক্ষ্মীপুর জেলাব্যাপী চলে এ প্রচারণার কার্যক্রম।
অভিযোগ ওঠেছে- ভুঁইফোড় কথিত নামসর্বস্ব হারবাল মেডিক্যালগুলোর অশ্লীল চটকদার বিজ্ঞাপনে যে কোন ভদ্র রুচিশীল দর্শক অতিষ্ঠ। বছরের পর বছর কেবল অপারেটরগুলোর প্রতিটি ৪-৫টি ভিডিও চ্যানেল খুলে অশ্লীল বিজ্ঞাপনের রমরমা ব্যবসা চালিয়ে আসছে। অভিযোগ উঠেছে প্রশাসনের অসাধু কর্মকর্তাদের আঁতাত করে অনুমোদনহীন ভাবে বছরের পর বছর ব্যবসা চালিয়ে আসছে। প্রচারিত চ্যানেলগুলোতে প্রতিনিয়ত অশ্লীল বিজ্ঞাপন প্রচারিত হওয়ায় পারিবারিক মূল্যবোধের আলোকে বিকাশিত কমলমতি শিশুরা অশ্লীল বিজ্ঞাপনের কথাগুলো না বুঝেই যেখানে সেখানে আবৃত্তি করে। এতে চরম লজ্জায় পড়ে বয়োজ্যেষ্ঠরা।

অনুসন্ধানে জানা যায়, লক্ষ্মীপুর, রায়পুর, চৌমুহনী, চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে নামসর্বস্ব হারবাল ঔষধালয়ের প্রতারণার ফাঁদ এখন বিজ্ঞাপন। বিজ্ঞাপনের শিরোনামগুলো নানা অশ্লীল শব্দমালায় উত্তেজনা পূর্ণ ভঙ্গিতে তৈরি বিজ্ঞাপনে প্রভাবিত হয়ে সমস্যাগ্রস্তরা ছুটে চলে ঐসব কথিত হারবাল ঔষধালয়গুলোর ধারে। অশ্লীল বিজ্ঞাপনগুলোর শব্দমালা এ রকম আপনি কি যৌন সমস্যায় ভুগছেন? বিশেষ মুহূর্তে দুর্বল, আপনি কি মোটা হতে চান? মহিলাদের আকর্ষণীয় ফিগার, এক ফাইলই যথেষ্ট ইত্যাদি। চটকদার বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে সমস্যাগ্রস্ত সাধারণ মানুষ প্রতারিত হচ্ছে।

সূত্র মতে, “লক্ষ্মীপুর ক্যাবল নেটওয়ার্ক” ও “গ্রীন ক্যাবল নেটওয়ার্ক” নামে দুটি ক্যাবল অপারেটর অন্যান্য উপজেলার ছোট অপারেটরগুলো একত্র করে দুটি কন্ট্রোল রুমের মাধ্যমে জেলাব্যাপী কেবল টিভি সম্প্রচার করে আসছে। এর মধ্যে লক্ষ্মীপুর সদর, রায়পুর আংশিক, রামগঞ্জ ও নোয়াখালীর চাটখিল এলাকা নিয়ন্ত্রণ করে আসছে আবুল কালাম আজাদের মালিকানাধীন লক্ষ্মীপুর ক্যাবল নেটওয়ার্ক অপারেটর প্রতিষ্ঠাটি। লক্ষ্মীপুর সদরের একাংশ, রামগতি, কমলনগর ও রায়পুরের বৃহৎ অংশ এলাকা নিয়ন্ত্রণ করে মাছুম ভূঁইয়ার মালিকানাধীন গ্রীন ক্যাবল নেটওয়ার্ক অপারেটর। অপারেটরগুলো সরকারি নীতিমালা ও তথ্য মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া সম্পচার ও নিয়ম বর্হিভূতভাবে বাণিজ্যিক উদ্দেশ্যে বিভিন্ন প্রতিষ্ঠান এবং পণ্যের বিজ্ঞাপন সম্প্রচার করে আসছে।

সূত্র মতে, ফ্রিকোয়েন্সি ডিকারেশন এ্যাক্ট ও ক্যাবল টিভি সম্প্রচার আইন ২০০৯ অনুযায়ী ডিস প্রযুক্তির মাধ্যমে আঞ্চলিক নিজস্ব টিভি চ্যানেল প্রতিষ্ঠা ও বাণিজ্যিক ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু লক্ষ্মীপুরে এ ধরনের বেআইনি চ্যানেল প্রতিষ্ঠার মাধ্যমে বিপুল রাজস্ব ফাঁকি দিয়ে আসলেও সংশ্লিষ্ট কর্তৃপ রহস্যজনক কারণে কোন ব্যবস্থা নেয়নি। এছাড়াও বিদ্যুতের পোল (খুঁটি) তে এ্যাম (ডিস সংযোগে বিদ্যুৎ চালিত একপ্রকার মেশিন) জেনারেটর ব্যবহারের জন্য এ্যাম প্রতি ১০ টাকা করে ভাড়া এবং গ্রাহকদের নিকট থেকে আদায়কৃত টাকার উপর ১৫ শতাংশ কর দেয়ার বিধান থাকলেও নিয়মনীতি তোয়াক্কা না করে অপারেটরগুলো রাজস্ব ফাঁকি দিয়ে আসছে।

সূত্র মতে, এ দুটি ক্যাবল অপারেটরের জেলাব্যাপী গ্রাহক সংখ্যা প্রায় ১ লাখ ৮০ হাজার। লক্ষ্মীপুর জেলাব্যাপী গ্রাহকের মাঝে ডিস লাইনগুলো পৌঁছাতে শত শত বিদ্যুতের খুটিতে এ্যাম ব্যাবহার করা হয়েছে। এজন্য বিদ্যুৎ বিভাগে কোন ফি বাবদ ভাড়া প্রদান করা হয়নি। প্রতিজন গ্রাহক সংযোগের জন্য ৫শ’ টাকা হারে অগ্রিম প্রদান বাবদ ৯ কোটি টাকা এবং মাসিক ২শ’ হারে ভাড়া ৩ কোটি ৬০ লাখ আদায় করা হচ্ছে প্রতি মাসে।

টিভি দর্শক ও স্কুল শিক ফাতেমা আক্তার অভিযোগ করে বলেন, আমার ছোট মেয়ে ৮ বছরের তানিয়া ঐসব বিজ্ঞাপন চ্যানেল দেখে তার বাবাকে বলে, বাবা তুমিও কি যৌন অমতায় ভুগছ? বাবা, এক ফাইলই যথেষ্ট। বাবা, আমিও মোটা হওয়ার জন্য এক ফাইল খাব। এসব কথা রীতিমত লজ্জাকর হলেও বাচ্চাদের মুখে মুখে ফিরছে।

অপর দিকে নাম প্রকাশে অনিচ্ছুক রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার অভিযোগ করে বলেন, অশ্লীল বিজ্ঞপনে ছেয়ে গেছে ক্যাবল নেটওয়ার্কগুলো। তারা দেশের অনুমোদিত চ্যানেলগুলো সংযোগ বিচ্ছিন্ন করে ক্যাবল নেটওয়ার্ক মালিকানাধীন বিজ্ঞাপন চ্যানেলগুলো সংযোগ প্রদান করে সম্প্রচার কার্যক্রম চালাচ্ছে। এককভাবে তাদের সিন্ডিকেট থাকায় তারা ক্যাবল নেটওয়ার্কে অসৎ উদ্দেশ্যে বিজ্ঞাপন প্রচার করে একদিকে গ্রাহক ও দর্শকদের সরকারি চিকিৎসা থেকে দূরে সরিয়ে কবিরাজি চিকিৎসায় আকৃষ্ট করাচ্ছে। এতে করে বিজ্ঞাপন পেয়ে তারা লাভবান হলেও টিভি দর্শক সংবাদ ও খেলাধুলা খবরাখবর থেকে বঞ্চিত হয়ে প্রতারণার বিজ্ঞাপনে আকৃষ্ট হচ্ছেন। এ ব্যাপারে কথা বলতে জেলা তথ্য অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন মুঠো ফোন ০১৭১৬৫৯৩৮৬৯ এই নম্বরে যোগাযোগ করা হলে তিনি কলটি গ্রহণ করেননি।

মুঠো ফোনে যোগাযোগ করা হলে জেলা প্রশাসক একে এম মিজানুর রহমান বলেন, অশ্লীল বিজ্ঞানের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
তথ্যসুত্র :- সাপ্তাহিক সোনার বাংলা এবং নিউজ লিংক

টিভি খুললেই অশ্লীল বিজ্ঞাপনে বিব্রত দর্শক ডাক্তার আবুল হাসান 5 of 5
বিনোদনের অন্যতম উপকরণ টিভি। আর তা খুলতেই অশ্লীল বিজ্ঞাপনে বিব্রত দর্শক। এটা টিভি চ্যানেল না হলেও অনুমোদনহীন দর্শকদের আকৃষ্ট করা ক্যাবল নেট...

সকল আপডেট পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের সাথে।

ডাঃ হাসান (ডিএইচএমএস, পিডিটি - বিএইচএমসি, ঢাকা)

বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, ঢাকা

যৌন ও স্ত্রীরোগ, চর্মরোগ, কিডনি রোগ, হেপাটাইটিস, লিভার ক্যান্সার, লিভার সিরোসিস, পাইলস, IBS, পুরাতন আমাশয়সহ সকল ক্রনিক রোগে হোমিও চিকিৎসা নিন।

১০৬ দক্ষিন যাত্রাবাড়ী, শহীদ ফারুক রোড, ঢাকা ১২০৪, বাংলাদেশ
ফোন :- ০১৭২৭-৩৮২৬৭১ এবং ০১৯২২-৪৩৭৪৩৫
ইমেইল:adhunikhomeopathy@gmail.com
স্বাস্থ্য পরামর্শের জন্য যেকোন সময় নির্দিধায় এবং নিঃসংকোচে যোগাযোগ করুন।

পুরুষদের যৌন সমস্যার কার্যকর চিকিৎসা

  • শুক্রতারল্য এবং অকাল বা দ্রুত বীর্যপাত
  • প্রস্রাবের সাথে ধাতু ক্ষয়, প্রস্রাবে জ্বালাপোড়া
  • পায়খানার সময় কুন্থনে বীর্যপাত
  • পুরুষাঙ্গ দুর্বল বা নিস্তেজ এবং বিবাহভীতি
  • রতিশক্তির দুর্বলতা এবং দ্রুত বীর্যপাত সমস্যা
  • বিবাহপূর্ব হস্তমৈথন ও এর কুফল
  • অতিরিক্ত স্বপ্নদোষ সমস্যা
  • বিবাহিত পুরুষদের যৌন শিথিলতা
  • অতিরিক্ত শুক্রক্ষয় হেতু ধ্বজভঙ্গ
  • উত্তেজনা কালে লিঙ্গের শৈথিল্য
  • সহবাসকালে লিঙ্গ শক্ত হয় না
  • স্ত্রী সহবাসে পুরুপুরি অক্ষম

স্ত্রীরোগ সমূহের কার্যকর হোমিও চিকিৎসা

  • নারীদের ওভারিয়ান ক্যান্সার
  • জরায়ুর ইনফেকশন ও ক্যান্সার
  • নারীদের জরায়ুর এবং ওভারিয়ান সিস্ট
  • ফলিকুলার সিস্ট, করপাস লুটিয়াম সিস্ট
  • থেকা লুটেন, ডারময়েড, চকলেট সিস্ট
  • এন্ডোমেট্রোয়েড, হেমোরেজিক সিস্ট
  • পলিসিস্টিক ওভারি, সিস্ট এডিনোমা
  • সাদাস্রাব, প্রদর স্রাব, বন্ধ্যাত্ব
  • ফ্যালোপিয়ান টিউব ব্লক
  • জরায়ু নিচের দিকে নামা
  • নারীদের অনিয়মিত মাসিক
  • ব্রেস্ট টিউমার, ব্রেস্ট ক্যান্সার